ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অফিসের টাকা নিয়ে পালিয়ে যাওয়া সেই নাদিম গ্রেফতার

প্রকাশিত: ১১:৫১, ২২ মার্চ ২০১৯

অফিসের টাকা নিয়ে পালিয়ে যাওয়া সেই নাদিম গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ অবশেষে প্রায় এক মাস পর সাত লাখ টাকা নিয়ে একেএস খান ফার্মাসিউটিক্যালস লিমিটেড থেকে উধাও হয়ে যাওয়া সেই কর্মচারী নাদিম মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তার কাছ থেকে এখন চার লাখ টাকা উদ্ধার করা হয়েছে। পিবিআইয়ের ঢাকা মেট্রোর উত্তর বিভাগের বিশেষ পুলিশ সুপার মোঃ আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জনকণ্ঠকে জানান, গত ২০ মার্চ বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায় ঢাকার যাত্রাবাড়ীর দয়াগঞ্জ মোড় থেকে নাদিম মিয়াকে (২৭) গ্রেফতার করা হয়। তার কাছে এ কেএস খান ফার্মাসিউটিক্যালস লিমিটেড থেকে চুরি করে নেয়া সাত লাখ টাকার মধ্যে ৩ লাখ ৯০ হাজার টাকা পাওয়া যায়। বিমানবালা সায়মা ফের রিমান্ডে, জেলে ফারজানা স্বর্ণসহ গ্রেফতার কোর্ট রিপোর্টার ॥ চার কেজি ২০০ গ্রাম স্বর্ণসহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেফতার বিমানবালা সায়মা আক্তারের ফের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। অপর বিমানবালা ফারজানা আফরোজকে কারাগারে পাঠানো হয়েছে। এক দিনের রিমান্ড শেষে দুজনকে বৃহস্পতিবার আদালতে হাজির করে পুলিশ। ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ দিদার হোসাইনের আদালতে সায়মার ফের সাত দিনের রিমান্ড এবং ফারজানাকে কারাগারে পাঠানোর আবেদন করা হয়।
×