ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

স্পেশাল অলিম্পিকে বাংলাদেশের ২২ স্বর্ণপদক

প্রকাশিত: ১১:৫৮, ২২ মার্চ ২০১৯

স্পেশাল অলিম্পিকে বাংলাদেশের ২২ স্বর্ণপদক

স্পোর্টস রিপোর্টার ॥ সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিকস গেমসে বাংলাদেশের এ্যাথলেটরা ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। গৌরব গাথা এ সাফল্যে রয়েছে ২২ স্বর্ণ পদক, ১০ রৌপ্য ও ৬ ব্রোঞ্জ। স্পেশাল অলিম্পিকস ওয়ার্ল্ড গেমসে বিশ্বের ১৯০ দেশের ৭০০০ ক্রীড়াবিদ অংশগ্রহণ করে। এবারের গেমসে বাংলাদেশের ১৩৯ সদস্যের ক্রীড়া দল ১১ ইভেন্টে অংশগ্রহণ করে। এগুলো হচ্ছে- এ্যাথলেটিকস, সাঁতার, বোচী, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, হ্যান্ডবল (পুরুষ), হ্যান্ডবল (মহিলা), ফুটবল (পুরুষ), ফুটবল (মহিলা), ভলিবল ও বাস্কেটবল (ইউনিফায়েড)। আজ শুক্রবার স্পেশাল অলিম্পিকস বাংলাদেশ দল ঢাকায় প্রত্যাবর্তন করবে।
×