ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মেসির স্মরণীয় প্রত্যাবর্তনের অপেক্ষা

প্রকাশিত: ১১:৫৯, ২২ মার্চ ২০১৯

মেসির স্মরণীয় প্রত্যাবর্তনের অপেক্ষা

জাহিদুল আলম জয় ॥ অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান হতে চলেছে। অভিমান ভেঙ্গে আবারও আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে ফিরছেন সুপারস্টার লিওনেল মেসি। আজ রাতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচেই মাঠে নামছেন পাঁচবারের ফিফা সেরা তারকা। ভেনিজুয়েলার বিরুদ্ধে বহুল প্রত্যাশিত ম্যাচটি খেলবে মেসির আর্জেন্টিনা। স্প্যানিশ ক্লাব এ্যাটলেটিকো মাদ্রিদের মাঠ ওয়াল্ডা মেট্রোপলিটন স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় আজ রাত ২টায়। আজ অন্যান্য প্রীতি ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে জাপান-কলম্বিয়া ও দক্ষিণ কোরিয়া-বলিভিয়া। ২০১৮ বিশ্বকাপে ব্যর্থ হওয়ার পর একঝাঁক ফুটবলার অবসর নিয়েছিলেন আর্জেন্টিনা জাতীয় দল থেকে। অবসর নিয়েছিলেন লিওনেল মেসি, পাওলো দিবালা, নিকোলাস ওটামেন্ডি, এ্যাঞ্জেল ডি মারিয়াসহ আরও অনেকে। এরপর অনেক নাটকীয়তার পর সবাই সিদ্ধান্ত পাল্টান। ফলশ্রুতিতে দলে ফেরার অপেক্ষায় ছিলেন এ্যাটাকিং মিডফিল্ডার এ্যাঞ্জেল ডি মারিয়াও। কিন্তু ভেনিজুয়েলা ও মরক্কোর বিরুদ্ধে ম্যাচ দু’টি খেলা হচ্ছে না তার। পেশির চোটের কারণে নাম প্রত্যাহার করে নিয়েছেন ফরাসী ক্লাব পিএসজির এই তারকা। অথচ পিএসজির হয়ে চলতি মৌসুমটা কি দুর্দান্তই না যাচ্ছে ডি মারিয়ার। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪টি গোল আর ১৩টি এ্যাসিস্ট করেছেন। এমন ফর্মে থাকা একজনকে আর্জেন্টিনার খুব দরকার ছিল। যদিও ডি মারিয়া ছিটকে পড়লেও আর্জেন্টিনার অপশন কমে যায়নি। জিওভানি লো সেলসো, গঞ্জালো মার্টিনেজ, ম্যানুয়েল লানজিনির মতো খেলোয়াড় আছেন। তাদের সঙ্গে যোগ দিচ্ছেন মেসি আর দিবালা। এদের নিয়েই প্রত্যাশিত সাফল্যের আশা করছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কোলানি। এক্ষেত্রে তার মূল ভরসার নাম ওই মেসিই। কিন্তু আট মাসের লম্বা বিরতি শেষে আন্তর্জাতিক ফুটবলে ফিরতে যাওয়া এই ক্ষুদে জাদুকরের সিদ্ধান্তকে ভুল হিসেবে অভিহিত করেছেন আর্জেন্টিনার সাবেক কোচ সিজার লুইস মেনোট্টি। কিংবদন্তি এই কোচের মতে ক্লাবের হয়ে ব্যস্ত মৌসুমের শেষ ভাগে এসে অনেকটাই মানসিকভাবে ক্লান্ত হয়ে আছেন বার্সিলোনা ডায়মন্ড। গত বছরের জুন-জুলাইয়ে হওয়া রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলোয় ফ্রান্সের কাছে ৪-৩ গোলে হেরে আর্জেন্টিনা ছিটকে পড়ার পর মাঝে দেশের হয়ে আর খেলেননি মেসি। অনেক অনুনয়-বিনয়ের পর মন গলে মেসির। তাইতো আবারও ফিরছেন বিখ্যাত আকাশী-নীল জার্সিতে। আগামী জুন-জুলাইয়ে ব্রাজিলে হতে যাওয়া কোপা আমেরিকার জন্য প্রস্তুত হচ্ছে আর্জেন্টিনা। যেখানে জাতীয় দলের হয়ে প্রথম শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবেন মেসি। মূলত ওই আসরের প্রস্তুতির লক্ষ্যেই প্রীতি ম্যাচ খেলছে দিয়াগো ম্যারাডোনার দেশ। তবে ১৯৭৮ সালে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী কোচ ও ১৯৮৩-৮৪ মৌসুমে বার্সিলোনায় দায়িত্ব পালন করা মেনোট্টির মতে ভেনিজুয়েলা ও মরক্কোর বিপক্ষে মেসির খেলা উচিত হবে না। এ প্রসঙ্গে তিনি বলেন, এই ম্যাচ দু’টিতে মেসির খেলাটা আমি মানতে পারছি না। চ্যাম্পিয়ন্স লীগ ও জাতীয় দলের মাঝে তাকে মানসিকভাবে বেশ ক্লান্ত দেখছি আমি। সে যদি আর্জেন্টিনার হয়ে খেলতে চায় ভাল। তবে মেনোট্টির কথাকে পাত্তা দিচ্ছেন না আর্জেন্টিনার গোলরক্ষক জুয়ান মুসো। মেসিকে আবার ফিরে পাওয়াটা দলের জন্য সম্মানজনক বলে অভিহিত করে তিনি বলেন, আমরা খুবই খুশি মেসিকে আবার জাতীয় দলে ফিরে পেয়ে। দলের অন্য সব সদস্যের মতো সেও অনুশীলনে কঠোর পরিশ্রম করছে। আন্তর্জাতিক ম্যাচে আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা মেসি। আলবিসেলেস্তেদের হয়ে ৬৫ গোল করা এই তারকা ক্লাব ফুটবলেও আছেন তুখোড় ফর্মে। এরই মধ্যে স্প্যানিশ লা লিগায় ২৯ গোলসহ চলতি মৌসুমে বার্সার হয়ে গোল করেছেন ৩৯টি। সঙ্গত কারণেই মেসির ওপর প্রত্যাশার চাপটা বেশিই থাকছে। অতীতে জাতীয় দলের হয়ে তেমন বলার মতো সাফল্য পাননি মেসি। সামনে কোপা আমেরিকায় এই আক্ষেপ ঘোচানোর সুযোগ থাকছে। তার আগে নিজেকে প্রস্তুত করে নিতে প্রীতি ম্যাচে দেশের হয়ে খেলছেন সময়ের অন্যতম সেরা তারকা।
×