ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এশিয়ান জোনাল দাবা ওপেন ও মহিলা চ্যাম্পিয়নশিপস

প্রকাশিত: ১২:০১, ২২ মার্চ ২০১৯

এশিয়ান জোনাল দাবা ওপেন ও মহিলা চ্যাম্পিয়নশিপস

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে বিশ্বকাপ দাবা ও বিশ্ব মহিলা দাবা চ্যাম্পিয়নশিপের কোয়ালিফায়িং এশিয়ান জোনাল দাবা চ্যাম্পিয়নশিপস, জোন-৩.২, ওপেন ও মহিলা চ্যাম্পিয়নশিপস ষষ্ঠ রাউন্ডের খেলা শেষে ওপেন বিভাগে সাইফ স্পোর্টিং ক্লাবের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব পাঁচ পয়েন্ট নিয়ে যুগ্মভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। সাড়ে চার পয়েন্ট নিয়ে সাইফ স্পোর্টিং ক্লাবের গ্র্যান্ডমাস্টার মোল্লা আব্দুল্লাহ আল রাকিব ও ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান এবং বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন দ্বিতীয় স্থানে রয়েছেন। চার পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার, আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান, ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ, ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান, নাইম হক ও শ্রীলঙ্কার ফিদে মাস্টার তিলকরত্নে । ওপেন বিভাগের ষষ্ঠ রাউন্ডের খেলায় গ্র্যান্ডমাস্টার জিয়া আন্তর্জাতিক মাস্টার মিনহাজের সঙ্গে, ফিদে মাস্টার মাহফুজ শ্রীলঙ্কার গ্র্যান্ডমাস্টার তিলকরতেœর সঙ্গে ড্র করেন। গ্র্যান্ডমাস্টার রাজীব আন্তর্জাতিক মাস্টার শাকিলকে, রাকিব ক্যান্ডিডেট মাস্টার এস বমে স্মরনকে, ফিদে মাস্টার ফাহাদ ফিদে মাস্টার তৈয়বুর রহমানকে, গ্র্যান্ডমাস্টার রিফাত তাহসিন তাজওয়ার জিয়াকে, ফিদে মাস্টার পরাগ ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদকে, নাইম শওকত হোসেন পল্লবকে, মোঃ শওকত বিন ওসমান শাওন ক্যান্ডিডেট মাস্টার মোঃ শরীফ হোসেনকে, ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরী ক্যান্ডিডেট মাস্টার চঞ্চল কুমার ঘোষকে, স্বর্নাভো চৌধুরী ক্যান্ডিডেট মাস্টার মাহতাবউদ্দিন আহমেদকে, আলাহাকুন ইসুরু ফিদে মাস্টার মোঃ সাইফউদ্দিনকে, মোঃ জামালউদ্দিন মোর্তুজা মাহাথির ইসলামকে, ক্যান্ডিডেট মাস্টার সুব্রত বিশ্বাস মোঃ মুরশেদুল কবীরকে, নাসির হাসান ডাঃ রতন কুমার পালকে ও মোঃ আসাদুজ্জামান কাজী ফুজায়েল আহমেদ পরাজিত করেন। নেপালের কেশব শ্রেষ্ঠা মোর্তুজা মুহতাদির সঙ্গে, মিহির লাল দাস সাদনান হাসান দিহানের সঙ্গে ও মোঃ নাসিম হোসেন ভুঁইয়া দিবাকর দিব্যর সঙ্গে ড্র করেন। মহিলা বিভাগে ষষ্ঠ রাউন্ডের খেলা শেষে ৫ পয়েন্ট নিয়ে জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটির মহিলা ফিদে মাস্টার শারমীন সুলতানা এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। সাড়ে চার পয়েন্ট নিয়ে মহিলা ফিদে মাস্টার সৈয়দ শাবানা পারভীন নীপা ও এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির ক্যান্ডিডেট মাস্টার নোশিন আঞ্জুম যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন। চার পয়েন্ট নিয়ে মিলিতভাবে তৃতীয় স্থানে রয়েছেন মহিলা ফিদে মাস্টার তনিমা পারভীন, মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা ও মহিলা ফিদে মাস্টার জাকিয়া সুলতানা। মহিলা বিভাগের ষষ্ঠ রাউন্ডের খেলায় মহিলা ফিদে মাস্টার শিরিন মহিলা ফিদে মাস্টার তনিমাকে, মহিলা ক্যান্ডিডেট মাস্টার নোশিন মহিলা ফিদে মাস্টার ইভাকে, ওয়ালিজা আহমেদ শ্রীলঙ্কার মহিলা আন্তর্জাতিক মাস্টার রানাসিঙ্গেকে, মহিলা ফিদে মাস্টার শাবানা কিশোয়ারা সাজরীন ইভানাকে, মহিলা ফিদে মাস্টার জাকিয়া ইশরাত জাহান দিবাকে, শ্রীলঙ্কার মহিলা ফিদে মাস্টার প্রেমানাথ দিনাক্ষী জাহানারা হক রুনুকে, কাজী জারিন তাসনিম নেপালের মহিলা ফিদে মাস্টার সুজানা লোহানীকে, সাবিকুন নাহার তনিমা ওয়াদিফা আহমেদকে, সামিহা চৌধুরী ঠাকুর জানিয়া হককে, ইয়ন সরকার রোমানা ফেরদৌসকে পরাজিত করেন। জান্নাতুল ফেরদৌস আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদের সঙ্গে ড্র করেন। এ ছাড়া নুশরাত জাহান আলো আফরোজা হক চৌধুরীর বিরুদ্ধে ওয়াকওভার পান।
×