ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শুরু হলো পপুলার চয়েজ এ্যাওয়ার্ড

প্রকাশিত: ১২:০১, ২২ মার্চ ২০১৯

শুরু হলো পপুলার চয়েজ এ্যাওয়ার্ড

স্পোর্টস রিপোর্টার ॥ বছর ঘুরে ফিরে এলো কুল-বিএসপিএ স্পোর্টস এ্যাওয়ার্ড। আগামী মাসে জমকালো আয়োজনে তুলে দেয়া হবে ২০১৮ সালের সেরাদের পুরস্কার। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী এই পুরস্কার শুরু হয়েছিল ১৯৬৪ সালে। গত তিন বছরের ধারাবাহিকতায় এবারও বিএসপিএ এ্যাওয়ার্ড পৃষ্ঠপোষকতা করছে দেশের অন্যতম বৃহৎ কর্পোরেট প্রতিষ্ঠান স্কয়ার গ্রুপ। তাদের ব্র্যান্ডকুল-এর সৌজন্যে বিএসপিএ এ্যাওয়ার্ড নামকরণ করা হয়েছে কুল-বিএসপিএ স্পোর্টস এ্যাওয়ার্ড। এবারও থাকছে পপুলার চয়েজ এ্যাওয়ার্ড। যেখানে স্পোর্টস ফ্যানদের ভোটে বেছে নেয়া হবে সেরাকে। যার কার্যক্রমের প্রথম ধাপ শুরু হয়েছে বৃহস্পতিবার। পৃথিবীর যে কোন প্রান্ত থেকে ২০১৮ সালের সেরা ক্রীড়াবিদ বাছাই প্রক্রিয়ায় সঙ্গী হতে পারবেন। ৪ এপ্রিল পর্যন্ত চলবে ভোটিং। শুধু বিএসপিএ ওয়েবসাইট িি.িনংঢ়ধ.পড়স.নফ-তে। সংক্ষিপ্ত তালিকায় আছেন ক্রিকেটার তামিম ইকবাল, মুশফিকুর রহীম, নারী ক্রিকেটার রুমানা আহমেদ ও শূটার আব্দুল্লাহ হেল বাকী। সর্বোচ্চ ভোটপ্রাপ্ত ক্রীড়াবিদ জিতবেন পপুলার চয়েজ এ্যাওয়ার্ড। যা ঘোষণা ও তুলে দেয়া হবে কুল-বিএসপিএ স্পোর্টস এ্যাওয়ার্ড অনুষ্ঠানে। ভোটদাতাদের মধ্য থেকে প্রতিদিন লটারির মাধ্যমে বিজয়ী বেছে নিয়ে দেয়া হবে আকর্ষণীয় পুরস্কার।
×