ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নতুন শুরুতেও হোঁচট জার্মানির

প্রকাশিত: ১২:০২, ২২ মার্চ ২০১৯

নতুন শুরুতেও হোঁচট জার্মানির

স্পোর্টস রিপোর্টার ॥ ২০১৪ সালে চতুর্থবারের মতো বিশ্বকাপ জিতে আকাশে থাকা জার্মানি চার বছর পর পাতালে নেমে আসে। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে অবিশ্বাস্যভাবে গ্রুপপর্ব থেকেই বিদায় নেয় ইউরোপের পাওয়ার হাউসরা। এরপর জার্মান দলে এসেছে অনেক পরিবর্তন। কোচ জোয়াকিম লো বুড়োদের বাদ দিয়ে তরুণদের নিয়ে নতুন করে দল গোছাচ্ছেন। প্রাথমিক লক্ষ্য শুরু হওয়া ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব উতরিয়ে মূলপর্বের টিকেট কাটা। কিন্তু প্রস্তুতি হিসেবে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে হোঁচট খেয়েছে জোয়াকিম লো’র দল। বুধবার রাতে নিজেদের মাঠে অনুষ্ঠিত ম্যাচে পিছিয়ে পড়ে সার্বিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে জার্মানি। আরেক ম্যাচে ত্রিনিদাদ এ্যান্ড টোবাগোকে ১-০ গোলে হারিয়েছে ওয়েলস। ২০১০ বিশ্বকাপের নায়ক টমাস মুলার এবং দুই কৃতী ডিফেন্ডার জেরোম বোয়াটেং ও ম্যাটস হামেলসকে জার্মানি জাতীয় দলে ভবিষ্যতে খেলার ব্যাপারে ‘না’ বলে দিয়েছেন কোচ জোয়াকিম লো। তার দলে ঠাঁই পেয়েছে একঝাঁক নতুন মুখ। কিন্তু নতুন এই শুরুটা প্রত্যাশিত হয়নি জার্মানদের। ২০১৮ সালটা খুব তাড়াতাড়ি ভুলে যেতে চেয়েছিলেন জার্মান বস লো। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে রাশিয়া বিশ্বকাপ খেলতে গিয়ে গ্রুপপর্ব থেকেই বিদায়। এরপর উয়েফা নেশন্স লীগেও শীর্ষ স্তর থেকে অবনমন ঘটে চারবারের বিশ্বজয়ীদের। এখন নতুন করে পথচলা শুরু জার্মানির। কিন্তু সেই পথের প্রথম ধাপেই পিছলে গেছে তার দল। ২০১৪ বিশ্বকাপ জেতা দলের মাত্র দু’জন টনি ক্রুস ও ম্যানুয়েল নিউয়ের ছিলেন সার্বিয়া ম্যাচে। এই ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে জার্মানি। মাত্র ১২ মিনিটে সার্বিয়াকে এগিয়ে দেন লুকা জোভিচ। নেমাঞ্জা মাক্সিমোভিচের কর্নার থেকে দারুণ হেডে জালে বল জড়ান জোভিচ। এরপর ২২ মিনিটে সমতা আনতে পারতো জার্মানি। কিন্তু টিমো ওয়ার্নারের শট রুখে দেন সার্বিয়া গোলকিপার দিমিট্টভিচ। বিরতির ঠিক আগে মিলিনকোভিচ সাভিচের শট দারুণভাবে বাঁচিয়ে দেন নিউয়ের। বিরতির পর শুরুতেই অবশ্য নিউয়েরকে উঠিয়ে বার্সিলোনার গোলকিপার টের স্টেগানকে মাঠে নামান লো। সার্বিয়ান ফরোয়ার্ডরা তার খুব বেশি পরীক্ষা নিতে পারেননি। ৫৯ মিনিটে জার্মানিকে ম্যাচে ফেরানোর ভাল একটি সুযোগ নষ্ট করেন মার্কো রিউস। পাঁচ মিনিট পরই লেরয় সানের হেড ঝাঁপিয়ে রুখে দেন দিমিত্রভিচ। অবশেষে ৬৯ মিনিটে সমতাসূচক গোল পায় জার্মানরা। রিউসের বাড়ানো বল বক্সের ভেতর থেকে ডান পায়ের শটে দিমিত্রভিচকে পরাস্ত করেন লিও গোরটেজকা। ৭৩ ও ৭৭ মিনিটে দুইবার দিমিত্রভিচ হতাশ করেছেন ম্যানচেস্টার সিটি তারকা লেরয় সানেকে। তা না হলে হয়তো জয় নিয়েই মাঠ ছাড়তে পারতো জার্মানরা। ম্যাচের যোগ করা (৯৩ মিনিট) সময়ে সানেকে বাজেভাবে ফাউল করে সরাসরি লালকার্ড দেখেন সার্বিয়ার মিলান পাভকোভ। ৯৫ মিনিটে ওয়ার্নারের হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় জার্মানিকে। আগামী রবিবার ইউরো ২০২০ বাছাইপর্বে হল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে জার্মানি। শুরুতেই শক্ত প্রতিপক্ষ হওয়ায় বেশ দুশ্চিন্তায় আছে দলটি। কেননা ব্যর্থতা ঝেড়ে হল্যান্ড দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। বাছাইপর্ব নিয়ে জোয়াকিম লো বলেন, সার্বিয়ার বিরুদ্ধে আমরা জিততে পারতাম। অনেকগুলো সহজ সুযোগ হাতছাড়া হয়েছে। তবে আমাদের মূল লক্ষ্যে ডাচদের বিরুদ্ধে ম্যাচ। ওরা কঠিন প্রতিপক্ষ। তবে আমার ছেলেরা ভাল শুরু করতে আশাবাদী।
×