ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এএফসি অনুর্ধ-২৩ চ্যাম্পিয়নশিপ বাছাইপর্ব (গ্রুপ ‘বি’)

বাংলাদেশ যুবাদের প্রথম পরীক্ষা আজ বাহরাইন

প্রকাশিত: ১২:০২, ২২ মার্চ ২০১৯

বাংলাদেশ যুবাদের প্রথম পরীক্ষা আজ বাহরাইন

রুমেল খান ॥ বাংলাদেশ অনুর্ধ-২৩ জাতীয় ফুটবল দলের এএফসি চ্যাম্পিয়নশিপ বাছাই মিশন শুরু হচ্ছে আজ শুক্রবার থেকে। বাহরাইনের খলিফা স্পোর্টস সিটি স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় রাত ১০টায় স্বাগতিক বাহরাইনের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশের যুবারা। এশিয়ার ৪৭ দেশের মধ্যে ৪৪ দেশ অংশ নিচ্ছে এই বাছাইয়ে। খেলছে না ভুটান, গুয়াম ও নর্দান মারিয়ানা। ১১ গ্রুপে ভাগ হয়ে বাছাইপর্ব খেলার পর প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন, সেরা ৪ রানার্সআপ দল ও আয়োজক থাইল্যান্ড খেলবে চূড়ান্তপর্বে। ২০২০ সালের ৮-২৬ জানুয়ারি পর্যন্ত থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে চূড়ান্তপর্ব। সেখান থেকে শীর্ষ তিনটি দল পাবে টোকিও অলিম্পিকের ছাড়পত্র। এএফসির এই যুব টুর্নামেন্ট হয়ে আসছে ২০১২ সাল থেকে। বাংলাদেশ কখনই গ্রুপপর্ব টপকাতে পারেনি। এমনকি এ পর্যন্ত ১০ ম্যাচ খেলে এখনও কোন ম্যাচে জিততে পারেনি। ২০১৫ সালে ঢাকায় ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করতে পারাটাই এখন পর্যন্ত এই টুর্নামেন্টে তাদের সেরা সাফল্য। এবারও যে বাংলাদেশ চূড়ান্ত পর্বে উঠবে সেই আশা করছেন না কেউই। তবে গত এশিয়ান গেমসে বাংলাদেশ দ্বিতীয় রাউন্ডে ওঠায় কাজটা কঠিন হলেও অসম্ভব নয়, এমনটাই ভাবছেন অনেক ফুটবলপ্রেমী। বাহরাইন যাওয়ার আগে কম্বোডিয়াকে হারানো ম্যাচের জাতীয় দলে ১১ খেলোয়াড় আছেন অলিম্পিক দলে। কাতারে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে যুবারা ১-০ গোলে হারিয়েছে আল-শাহানিয়াকে এবং ১-১ গোলে ড্র করেছে আল-এ্যারাবিয়ার সঙ্গে। এ তিনটি ম্যাচের ফল বাংলাদেশ অনুর্ধ-২৩ দলের আত্মবিশ্বাস কিছুটা হলেও বাড়িয়ে দিয়েছে। এএফসি অনুর্ধ-২৩ চ্যাম্পিয়নশিপে এবার বাংলাদেশ খেলছে গ্রুপ ‘বি’তে। যেখানে তাদের সঙ্গী হয়েছে ফিলিস্তিন, বাহরাইন এবং শ্রীলঙ্কা। কোচ জেমি ডে দলের দায়িত্ব নেবার পর থেকে অনেক উন্নতি ঘটেছে যুবাদের খেলায়। যেখানে গত কয় বছরে বাংলাদেশ দল ম্যাচের শেষদিকে এসে গোল হজম করতো, আর এখন সেখানে তারা ম্যাচের শেষদিকে গোল দিতে শুরু করেছে। মোট কথাÑ সবমিলে অপরাজিত থাকার আত্মবিশ্বাস নিয়ে এএফসি অনুর্ধ-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে পা রাখছে বাংলাদেশ দল। কোচ জেমিও খুশি তার শিষ্যদের এই নৈপুণ্যে। এএফসি কাপের বাছাইয়ে বাহরাইনের বিপক্ষে ভাল শুরুর প্রত্যয় লাল-সবুজদের। বাংলাদেশের পরের ম্যাচ ২৪ মার্চ ফিলিস্তিন এবং ২৬ মার্চ শ্রীলঙ্কার বিপক্ষে। বাহরাইন অনুর্ধ ২৩ দলটি বাংলাদেশের চেনা জানা নয়। সিনিয়র পর্যায়ে মাত্র একবারই বাহরাইনকে মোকাবেলা করেছে বাংলাদেশ। সেটি ১৯৮৯ সালে। প্রেসিডেন্ট কাপের ওই ম্যাচে বাংলাদেশ জিতে ২-০ গোলের ব্যবধানে। সময়ের বিবর্তনে অনেক এগিয়েছে বাহরাইন। আর বয়সভিত্তিক পর্যায়েও একবারই বাহরাইনের বিপক্ষে খেলার সুযোগ হয়েছে বাংলাদেশের। সেটি ২০১৬ সালে অনুষ্ঠিত বঙ্গবন্ধু গোল্ডকাপে। ওই আসরে বাংলাদেশের দু’টি জাতীয় দল অংশগ্রহণ করেছিল। এর একটি সিনিয়র জাতীয় দল। অন্যটি অনুর্ধ-২৩ জাতীয় দল। সেবার গ্রুপ ‘বি’তে বাহরাইন অনুর্ধ-২৩ দলকে পেয়েছিল বাংলাদেশের যুবারা। একমাত্র গ্রুপ ম্যাচে বাহরাইনের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল বাংলাদেশ। বাংলাদেশ অনুর্ধ-২৩ জাতীয় দল ॥ টুটুল হোসেন বাদশা, ফয়সাল আহমেদ, পাপ্পু হোসেন, রহমত মিয়া, ইয়াসিন আরাফাত, রিয়াদুল হাসান, আল-আমীন, জাফর ইকবাল, বিশ্বনাথ ঘোষ, বিপলু আহমেদ, মাহফুজ হাসান প্রীতম, মোহাম্মদ রকি, মোহাম্মদ সুজন, রবিউল হাসান, আরিফুর রহমান, আনিসুর রহমান, সুশান্ত ত্রিপুরা, মাসুক মিয়া জনি, মতিন মিয়া, মাহবুবুর রহমান সুফিল, মোহাম্মদ ইব্রাহিম, রাকিব হোসেন এবং খন্দকার আশরাফুল ইসলাম।
×