ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নিউজিল্যান্ডের বর্ষসেরা ক্রিকেটার উইলিয়ামসন

প্রকাশিত: ১২:০২, ২২ মার্চ ২০১৯

নিউজিল্যান্ডের বর্ষসেরা ক্রিকেটার উইলিয়ামসন

স্পোর্টস রিপোর্টার ॥ কিছুদিন আগেই নিউজিল্যান্ড ক্রিকেট বড় ধরনের একটি ধাক্কা খেয়েছে। ক্রাইস্টচার্চের হাগলি ওভাল মাঠের পাশে মসজিদ আল নূরে ভয়াবহ বন্দুক হামলায় ৫০ জন নিহত হয় এবং অনেকেই মারাত্মক আহত হয়। সে কারণে সফরকারী বাংলাদেশ দলের সঙ্গে তৃতীয় টেস্ট বাতিল হয়ে যায়। তবে এর আগেই নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন ব্যাট হাতে তার ক্যারিশমা ভালভাবেই দেখিয়েছেন। বাংলাদেশের বিপক্ষেই প্রথম টেস্টে পেয়েছেন ডাবল সেঞ্চুরি। দুর্দান্ত পারফর্মেন্সের পুরস্কার হিসেবে নিউজিল্যান্ড অধিনায়ক জিতেছেন স্যার রিচার্ড হ্যাডলি মেডেল। নিউজিল্যান্ডের বর্ষসেরা ক্রিকেটারকে দেয়া হয় মর্যাদার এই পুরস্কারটি। বৃহস্পতিবার অকল্যান্ডে এএনজেড নিউজিল্যান্ড ক্রিকেট এ্যাওয়ার্ডস ঘোষণা করা হয়। সেখানে বড় বড় পুরস্কারগুলো উইলিয়ামসন ছাড়াও জিতেছেন রস টেইলর, ট্রেন্ট বোল্ট ও কলিন মুনরো। অকল্যান্ডের এ্যাওয়ার্ড অনুষ্ঠানটি পূর্বঘোষিতই ছিল বৃহস্পতিবার। সেই ঘোষণা অনুসারে বর্ষসেরা ক্রিকেট তারকাদের নাম জানানো হয়েছে। অনুষ্ঠানের শুরুতে গত সপ্তাহে (১৫ মার্চ) ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণ করা হয়। গত শুক্রবার দুই মসজিদে এক অস্ত্রধারীর হামলায় মারা গেছেন ৫০ জন। বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কারের সঙ্গে বর্ষসেরা টেস্ট ক্রিকেটারও হয়েছেন উইলিয়ামসন। এই পুরস্কারের ভোটের সময়কালে ৮৯ গড়ে কিউই অধিনায়ক করেছেন ৮০১ রান। বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার হয়েছেন টেইলর। গত এক বছরে ওয়ানডে ফরমেটে দুর্দান্ত ফর্মে ছিলেন তিনি। পুরস্কারটি নির্ধারণের সময়কালে ৮৪ গড়ে ওয়ানডেতে তিনি করেছেন ৭৫৯ রান। আর বাঁহাতি পেসার ট্রেন্ট বোল্ট হয়েছেন বর্ষসেরা প্রথম শ্রেণীর বোলার। ২৪ গড়ে এ ভয়ঙ্কর বাঁহাতি পেসারের উইকেট ৩৫। অন্যদিকে কলিন মুনরোর হাতে উঠেছে বর্ষসেরা টি২০ ক্রিকেটারের পুরস্কার। আর ওয়ানডের বর্ষসেরা মহিলা ক্রিকেটার হয়েছেন তরুণী অলরাউন্ডার এ্যামেলিয়া কার। ৫৯ গড়ে তিনি ৪১৫ রান করেছেন। গত জুনে ডাবলিনে ২৩২ রানের বিশ্বরেকর্ড গড়া ইনিংস খেলেন এ্যামেলিয়া এবং সেই ম্যাচেই আবার বল হাতে ১৭ রানে নেন ৫ উইকেট। এটি যে কোন পর্যায়ের ওয়ানডে ক্রিকেটে (নারী ও পুরুষ) অনন্য এক বিশ্বরেকর্ড। মূল পুরস্কারসমূহ বর্ষসেরা ক্রিকেটার; স্যার রিচার্ড হ্যাডলি মেডেল ॥ কেন উইলিয়ামসন টেস্ট বর্ষসেরা ক্রিকেটার ॥ কেন উইলিয়ামসন। ওয়ানডে বর্ষসেরা ॥ রস টেইলর। টি২০ বর্ষসেরা ॥ কলিন মুনরো। ঘরোয়া ক্রিকেট বর্ষসেরা ॥ ডেভন কনওয়ে। প্রথম শ্রেণীর সেরা ব্যাটিং ॥ কেন উইলিয়ামসন। প্রথম শ্রেণীর সেরা বোলার ॥ ট্রেন্ট বোল্ট। মহিলা ওয়ানডে বর্ষসেরা ॥ এ্যামেলিয়া কার। মহিলা টি২০ বর্ষসেরা ॥ সোফি ডিভাইন। মহিলা ঘরোয়া ক্রিকেট বর্ষসেরা ॥ নাতালি ডড। মহিলা ঘরোয়া ক্রিকেটে সেরা বোলিং ॥ এ্যামেলিয়া কার।
×