ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

এই মুহূর্তে ম্যানচেস্টারেই সুখে আছেন ফরাসী মিডফিল্ডার

রিয়াল মাদ্রিদকে বিশ্বসেরা বললেন পগবা

প্রকাশিত: ১২:০৩, ২২ মার্চ ২০১৯

রিয়াল মাদ্রিদকে বিশ্বসেরা বললেন পগবা

জিএম মোস্তফা ॥ রিয়াল মাদ্রিদকে বিশ্বের সেরা ক্লাব বলে মন্তব্য করলেন ম্যানচেস্টার ইউনাইটেডের ফরাসী মিডফিল্ডার পল পগবা। তবে জানালেন, এই মুহূর্তে তার বর্তমান ক্লাবেই সুখে আছেন তিনি। এ প্রসঙ্গে সাবেক জুভেন্টাস তারকা বলেন, ‘রিয়াল মাদ্রিদ বিশ্বের সেরা ক্লাবগুলোর একটা। এই কথাটা আমি সবসময়ই বলি যে, যে কোন খেলোয়াড়ের কাছেই এটা স্বপ্নের ক্লাব। কিন্তু এই মুহূর্তে আমি ম্যানচেস্টারেই (ইউনাইটেডে) সুখে আছি। এখানে নতুন কোচ এসেছেন। আমিও নিয়মিত খেলছি।’ ২০১৬ সালে সে সময়ের দলবদলের বিশ্ব রেকর্ড ভেঙ্গে ইউনাইটেডে যোগ দেন পগবা। যে আশায় গিয়েছিলেন সেটি এখনও পূরণ হয়নি। ইউনাইটেডের হয়ে এখনও প্রিমিয়ার লীগ জেতেননি তিনি। যদিও এবার চ্যাম্পিয়ন্স লীগ জেতার সম্ভাবনা আছে। তবে সে পথে বার্সিলোনাকে ডিঙ্গিয়ে সেমিফাইনালে জায়গা করতে হবে ইউনাইটেডকে। ক্লাবের খুব একটা সাফল্য না পেলেও জাতীয় দলের হয়ে গত বছরই বিশ্বকাপ জেতা হয়ে গেছে। ২০২০ সালের ইউরোর বাছাইপর্ব খেলতে পগবা এখন ফ্রান্স দলের সঙ্গে। সেখানেই রিয়াল মাদ্রিদের প্রতি তার ভালবাসার এমন অনুভূতি প্রকাশ পেল। ম্যানচেস্টার ইউনাইটেডের বর্তমান কোচ ওলে গানার সোলসজায়ের। জোশে মরিনহো বরখাস্ত হওয়ার পরই সোলসজায়েরকে কোচ হিসেবে নিয়োগ দেয় ক্লাব কর্তৃপক্ষ। এরপর থেকেই ওল্ড ট্র্যাফোর্ডের সাফল্যের চিত্র বদলে যেতে দেখা যায়। মরিনহো যখন কোচ ছিলেন তখন ইউনাইটেডের অবস্থান ছিল ছয়ে। চতুর্থ স্থানে থাকা দলটির সঙ্গে ব্যবধান ছিল ১১ পয়েন্টের। অথচ এই মুহূর্তে পাঁচে থাকা ম্যানইউ’র সঙ্গে চার নম্বরে থাকা দলের পয়েন্ট ব্যবধান মাত্র তিন। শুধু তাই নয়, মরিনহোর সঙ্গে পগবার ব্যক্তিগত সম্পর্কও খুব বাজে ছিল। সাবেক রিয়াল কোচের সঙ্গে সম্পর্ক এতটাই বাজে রূপ ধারণ করেছিল যে, স্কোয়াড থেকেও বাদ পড়েছিলেন কয়েকবার। কিন্তু ইউনাইটেড কিংবদন্তি ওলে গানার সোলসজায়েরের দায়িত্ব নেয়ার পর থেকে দুর্দান্ত ফর্মে পগবা। এদিকে রিয়াল মাদ্রিদকে ভালবেসে সান্তিয়াগো বার্নাব্যুতে যোগ দিয়েছেন ব্রাজিলের তরুণ প্রতিভাবান খেলোয়াড় ভিনিসিয়াস জুনিয়র। অথচ ভিনিসিয়াস জুনিয়রকে পেতে মরিয়া ছিল তাদেরই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব বার্সিলোনা। কিন্তু এ খেলোয়াড়ের কাছে রিয়াল মাদ্রিদের প্রকল্পকেই অপেক্ষাকৃত বেশি ভাল মনে হওয়ায় তিনি ন্যুক্যাম্পের পথ ধরেননি। যদিওবা বার্সিলোনায় গেলে রিয়ালের চেয়ে বেশি অর্থ পেতেন বলেও দাবি করেছেন তিনি। এ বিষয়ে ভিনিসিয়াস জুনিয়রের অভিমত, ‘আমার বাবা কখনই বার্সিলোনা ও রিয়াল মাদ্রিদের আগ্রহ নিয়ে বলেনি। তখন আমরা দুটি ক্লাবেই সফরে যাই এবং দুটিকেই ভাল লেগে যায়। বার্সিলোনা আমাকে বেশি অর্থ দিতে চেয়েছে, কিন্তু আমরা সেরা প্রকল্পটিই গ্রহণ করতে চেয়েছি। মার্সেলো ও কাসেমিরোর সঙ্গে কথা বলেছি, তারা দুজন আমাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করেছেন।’ রিয়ালে খেলে বছরে ৭৫ লাখ ইউরো আয় করছেন ভিনিসিয়াস। তবে মাত্র ১৮ বছর বয়সেই তিনি বেশি আয় করছেন রিয়ালের প্রতিষ্ঠিত নাম কাসেমিরো, মার্কো এসেনসিও আর দানি কারবাহালদের চেয়ে। বার্সা তাকে কত বেতন দিতে চেয়েছিল তা উল্লেখ করেননি ভিনিসিয়াস। তবে এটা পরিষ্কার যে অঙ্কটা ৭৫ লাখ ইউরোর বেশিই হতো। তিনি বলেন, ‘রিয়াল মাদ্রিদের চেয়ে বার্সিলোনার আর্থিক প্রস্তাবটিই ভাল ছিল। কিন্তু যেহেতু আমরা রিয়ালের ব্যাপারে নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েই এসেছি, তাই ক্লাবটিকে বললাম, বার্সার দেয়া প্রস্তাবের সমপরিমাণ অর্থ তাদের দিতে হবে না।’ এদিকে ব্রাজিলের আরেক তারকা ফুটবলার ফিলিপে কুটিনহো গত বছরেই বার্সিলোনায় যোগ দেন অনেক নাটকীয়তার অবসান ঘটিয়ে। অথচ খুব অল্প সময়ের মধ্যেই তার ন্যুক্যাম্পে থাকার সম্ভাবনা ক্ষীণ হতে শুরু করেছে। তাকে বেচে দিতে চায় কাতালান ক্লাবটি। এ জন্য তাকে নিতে আগ্রহী ক্লাবগুলোর কাছে দাম শুনতে চেয়েছে তারা। গণমাধ্যমে উঠে আসা প্রতিবেদনের ভিত্তিতে জানা যায়, ৮ কোটি ইউরোতে ব্রাজিলিয়ান মিডফিল্ডারকে ছেড়ে দেবে স্প্যানিশ লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা।
×