ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পাকিস্তান-অস্ট্রেলিয়া প্রথম ওয়ানডে আজ

প্রকাশিত: ১২:০৩, ২২ মার্চ ২০১৯

পাকিস্তান-অস্ট্রেলিয়া প্রথম ওয়ানডে আজ

মোঃ মামুন রশীদ ॥ ভারতের মাটিতে বিস্ময়কর সাফল্য পেয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। অপ্রতিরোধ্য বিরাট কোহলির দলকে ওয়ানডে সিরিজে ৩-২ ব্যবধানে হারিয়েছে এ্যারন ফিঞ্চের দল। সেই জয়টি ছিল ২-০ ব্যবধানে পিছিয়ে থেকে টানা তিন জয়ের মাধ্যমে। এখন তাই উজ্জীবিত অসিরা। সেই সুখস্মৃতি নিয়ে এবার আরব আমিরাতে পাকিস্তান ক্রিকেট দলের মুখোমুখি হবে তারা। আজ শারজা ক্রিকেট স্টেডিয়ামে দিবারাত্রির প্রথম ওয়ানডে। বাংলাদেশ সময় বিকেল ৫টায় ম্যাচটি শুরু হবে। বর্ণবাদী মন্তব্যে সম্প্রতি দক্ষিণ আফ্রিকা সফরে ৪ ম্যাচ নিষিদ্ধ থাকা নিয়মিত অধিনায়ক সরফরাজ আহমেদকে পুরো এই ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে দেয়া হয়েছে বিশ্রাম। তার পরিবর্তে অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিক নেতৃত্ব দেবেন অস্ট্রেলিয়ার বিপক্ষে এ সিরিজে। বিশ্বকাপের আগে শেষ সিরিজ উভয় দলের। তাই এ সিরিজে দারুণ কিছু করতে উদগ্রীব দু’দলই। সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফর করেছে পাক ক্রিকেট দল। সেখানে নানাবিধ সমস্যায় থাকলেও ওয়ানডে সিরিজে দারুণ লড়াই করেছে তারা। নিয়মিত অধিনায়ক সরফরাজ শেষ দুই ওয়ানডে খেলতে পারেননি সেখানে। প্রোটিয়া পেসার আন্দিলে ফেলুকোওয়াওকে বর্ণবাদী মন্তব্য করে ৪ ম্যাচে নিষিদ্ধ হন তিনি। তার অনুপস্থিতিতে দলকে বেশ ভালই নেতৃত্ব দিয়েছেন শোয়েব মালিক। দক্ষিণ আফ্রিকার কাছে হার দেখেছে পাকিস্তান দল। সেই সফরে আবার বেশ কিছু বিতর্কেও জড়িয়েছে। সবমিলিয়ে কিছুটা অগোছালো হয়ে পড়েছে পাকরা। এছাড়া টানা টি২০ ফরমেটে ক্রিকেটাররা খেলেছেন পাকিস্তান সুপার লীগ (পিএসএল) আসরে। তাই নতুন করে ওয়ানডে ফরমেটে মানিয়ে নেয়াটা হবে চ্যালেঞ্জিং। আর পিএসএলে পাক দলের শীর্ষ ব্যাটসম্যানরা তেমন সুবিধা করতে পারেনি। অবশ্য সেখানেও সরফরাজ বেশ উজ্জ্বলই ছিলেন। সে কারণে পিএসএলের যে সেরা একাদশ গড়া হয়েছে সেখানে অধিনায়ক হিসেবে ঠাঁই করে নিয়েছেন। সেখানে দুই আকমল ভাই- কামরান ও উমর জায়গা পেলেও বর্তমানে পাক দলে যারা নিয়মিত তাদের কেউ জায়গা পাননি ব্যাটসম্যান হিসেবে। তবে বোলারদের মধ্যে অনেকেই সেই একাদশে আছেন দারুণ নৈপুণ্য দেখানোয়। সে জন্য দীর্ঘদিন পর পাকিস্তান দলে আবার ফিরে এসেছেন উমর আকমল। কিন্তু অধিনায়ক সরফরাজ নেই অস্ট্রেলিয়ার বিপক্ষে পুরো সিরিজে। প্রথম দুই ওয়ানডের পরই তার নিষেধাজ্ঞা শেষ হয়ে যেত। আর বিশ্বকাপের আগে শেষ সিরিজে তাকে পুরোপুরি বিশ্রাম দেয়াতে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। ইংল্যান্ডে দুই বছর আগে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে আসা সরফরাজ আহমেদের দলটির আরেকটি ইংল্যান্ড মিশন এবার বিশ্বকাপ। তার আগে আরব আমিরাতে নিজেদের শেষ সিরিজ এটি। সেখানে সরফরাজকে বাদ দিয়ে শোয়েব মালিককেই নেতৃত্ব দেয়া নিয়ে যে আলোচনা সে বিষয়ে অবশ্য প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক বলেছেন, ‘সরফরাজ আমাদের অধিনায়ক। একটা সিরিজে তাকে বিশ্রাম দেয়ার অর্থ এই নয় যে তার জায়গা অন্য কেউ দারুণ নৈপুণ্য দেখিয়ে হস্তগত করবে। সে ব্যাট হাতেও পাকিস্তানকে ম্যাচ জিতিয়েছে। অধিনায়ক হিসেবেও অনেক ভাল করেছে। তাই তার সঙ্গে কারও তুল না চলবে না।’ অর্থাৎ এই সিরিজ না খেলেও সরফরাজ হয়তো বিশ্বকাপেও দলকে নেতৃত্ব দেবেন। এরপরও বিষয়টি অনেকের কাছে দৃষ্টিকটুই মনে হচ্ছে। ফর্মে থাকা অসিদের বিপক্ষে বেশ কিছু তরুণকে দলে টেনেছে পাকরা। তাদের নিয়ে এবার সবকিছু ছাপিয়ে মালিকের চ্যালেঞ্জ দলকে ভাল কিছু উপহার দেয়ার। আরব আমিরাতে ইতোমধ্যেই অস্ট্রেলিয়া দল বেশ কিছুদিন ধরে অবস্থান করছে। বিশ্বকাপের আগে শেষ সিরিজে নামার আগে তারা বেশ উজ্জীবিত অবস্থায় আছে। ভারতের মাটিতে ওয়ানডে সিরিজ জেতার পর অনেক আত্মবিশ্বাসী হয়ে উঠেছে দলটি। এবার পাকদের বিপক্ষে ভাল করতে বেশ আশাবাদী তারা। এছাড়া দলে ফেরার প্রক্রিয়ায় আছেন দুই সাবেক বড় তারকা ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথ। দু’জনই দলের সঙ্গে আরব আমিরাতে সময় কাটিয়ে গেছেন। ফলে যেটুকু মানসিক গ্লানি কিংবা দলের ক্রিকেটারদের মধ্যে একটা অস্বস্তিকর পরিস্থিতি ছিল সেসবও কেটে গেছে। সবমিলিয়ে এবার পাকদের বিপক্ষে এ সিরিজে বিশ্বকাপের জন্য দল গোছানোর একটা ভাল মঞ্চ পেয়ে গেছে অসিরা। তাছাড়া সর্বশেষবার আরব আমিরাতে পাকদের ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিল তারা। সেই মধুর স্মৃতিও আছে তাদের ভা-ারে। চার বছর আগের সেই ঘটনার পুনরাবৃত্তি করা এবারও অসম্ভব হবে না অস্ট্রেলিয়ানদের। এমনকি আড়াই বছর আগে অস্ট্রেলিয়া সফরে গিয়েও পাকরা ৪-১ ব্যবধানে হেরে এসেছে। তাই সবদিক থেকেই এ সিরিজে পাকিস্তানের চেয়ে বেশ ভাল অবস্থানে আছে অস্ট্রেলিয়া। আজ প্রথম ওয়ানডে মাঠে গড়ানোর পরই হয়তো স্পষ্ট হয়ে যাবে দু’দলের মধ্যে পার্থক্যটা।
×