ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ইংল্যান্ডের হয়ে টেস্ট খেলার স্বপ্ন অলিভিয়েরের

প্রকাশিত: ১২:০৩, ২২ মার্চ ২০১৯

ইংল্যান্ডের হয়ে টেস্ট খেলার স্বপ্ন অলিভিয়েরের

স্পোর্টস রিপোর্টার ॥ কোলপ্যাক চুক্তি বেশ ভালভাবেই দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের ওপর ঝড় বয়ে দিচ্ছে। নিয়মিতই প্রোটিয়া ক্রিকেটারদের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করেও দিচ্ছে। ইংল্যান্ডের কাউন্টি ক্লাব ইয়র্কশায়ারের সঙ্গে এই কোলপ্যাক চুক্তির কারণেই দক্ষিণ আফ্রিকার জার্সিতে আর না খেলার ঘোষণা কিছুদিন আগেই দিয়েছেন ২৬ বছর বয়সী তরুণ পেসার ডুয়ান অলিভিয়ের। এবার স্বপ্ন দেখছেন ইংল্যান্ডের হয়েই টেস্ট খেলার। কোলপ্যাক চুক্তিতে ইয়র্কশায়ারের সঙ্গে ৩ বছরের জন্য বন্ধনে আটকা পড়েছেন অলিভিয়ের। এ চুক্তিতে থাকার সময় তিনি আন্তর্জাতিকসহ আর কোন ক্রিকেট আসরেই খেলতে পারবেন না। শুধু কাউন্টি খেলতে হবে তাকে। সে জন্যই কিছুদিন আগে দক্ষিণ আফ্রিকার হয়ে আর খেলবেন না বলে জানিয়ে দিয়েছিলেন। তাই বলে আন্তর্জাতিক ক্রিকেটে খেলার আশা একেবারে ছাড়ছেন না এই পেসার। কাউন্টি খেলার পাশাপাশি ইংল্যান্ডের জার্সিতে টেস্ট খেলার স্বপ্ন দেখছেন তিনি। ব্রিটিশ এক সংবাদ মাধ্যমকে অলিভিয়ের বলেছেন, ‘আমি মেনে নিয়েছি দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট ক্যারিয়ার শেষ হয়ে গেছে আমার। তবে যদি আমি (কাউন্টিতে) ভাল করি তাহলে আশা করছি ভবিষ্যতে ইংল্যান্ডের হয়ে খেলতে পারব। নিজের মনের মধ্যে সবসময় একটি লক্ষ্য স্থির করে রাখা উচিত।’ অলিভিয়েরের স্বপ্নটা একেবারে অমূলক নয়। কারণ এর আগে অনেক প্রোটিয়া ক্রিকেটারই ইংল্যান্ডের জাতীয় দলে খেলেছেন। এর মধ্যে সবচেয়ে আলোচিত নাম কেভিন পিটারসেন। অবশ্য তার জাতীয় দলের ক্যারিয়ারই শুরু হয়েছিল ইংল্যান্ডের জার্সিতে। তাই অলিভিয়েরের ইংল্যান্ডের হয়ে খেলা আশা পূরণ হবে কিনা তা নিয়ে সংশয় আছে যথেষ্ট। বিষয়টি তিনিও বুঝছেন, এরপরও বলছেন, ‘হয়তো মানুষজন মনে করবে এটা অবাস্তব, তবে আমার কাছে মনে হয় যদি আমি সত্যি ভাল করি তাহলে... আপনি আগে থেকেই কিছু বলতে পারেন না। আমি যেটা করতে পারি সেটা হলো এই মৌসুমের প্রত্যেক ম্যাচে নিজের শতভাগ দিয়ে চেষ্টা করা।’ প্রোটিয়াদের হয়ে দারুণ ভবিষ্যত ছিল অলিভিয়েরের। গত বছরের শেষদিকে পাকিস্তানের দক্ষিণ আফ্রিকা সফরে বল হাতে ঝলসে উঠেছিলেন তিনি। তিন ম্যাচের টেস্ট সিরিজে নিয়েছিলেন ২৪ উইকেট।
×