ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

একাত্তরের বদ্ধঘর

প্রকাশিত: ১২:৪৩, ২২ মার্চ ২০১৯

একাত্তরের বদ্ধঘর

রেলওয়ের যন্ত্র প্রকৌশলী ফজলুর রহমান। স্ত্রী হোসনে আক্তার বুলবুল আর ছয় সন্তানকে নিয়ে সৈয়দপুরে বসবাস করছিলেন তিনি। দেশ তখন অস্থির হয়ে উঠতে শুরু করেছে কেবল। আর এই অস্থিরতার ঢেউ লাগছিল সৈয়দপুরেও। ফজলুর রহমানের পরিবার ছাড়া একে একে এলাকা ছেড়ে পালাচ্ছিল অন্যসব পরিবার। তিনি তার পরিবার নিয়ে পালাচ্ছিলেন না শুধুমাত্র এই আত্মবিশ^াসের জোরে- ‘এই দেশটা তো আমার। তাহলে কেন আমি পালিয়ে বেড়াবো!’ এরপর বেড়ে যায় স্থানীয় বিহারিদের উৎপাত। দিনে-দুপুরে লুটপাট আর খুন-খারাবি চালাতে থাকে তারা। স্কুলের শহীদ মিনারে মানুষের মল ঢেলে দেওয়ার মতো ঘৃণ্য ঘটনাও ঘটছিল তাদের ইশারায়। পাকিস্তানিদের নির্বিচার গুলিবর্ষণ আর হিংস্র ধ্বংসযজ্ঞ তো চলছিলই। ঘরের বাইরে যাওয়া বন্ধ হয়ে যায় ফজলুর রহমানের পরিবারের। শুরু হয় দুঃসহ বন্দিজীবন। খাদ্যের অভাব, খোলা আকাশ দেখার স্বাধীনতার অভাব। কিন্তু তাতেও শেষরক্ষা হয় না। একদিন ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে অস্ত্রধারী বিহারিরা। তারপর একের পর এক ঘটতে থাকে নৃশংস আর লোমহর্ষক ঘটনা। সেসব ঘটনারই সাবলীল বর্ণনা রয়েছে ইকবাল খন্দকারের লেখা মুক্তিযুদ্ধের উপন্যাস ‘একাত্তরের বদ্ধঘর’ এ। উপন্যাসটির প্রধান বৈশিষ্ট্য- এটি সম্পূর্ণ সত্য ঘটনা অবলম্বনে রচিত। এছাড়াও বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে উপন্যাসটির। যেমন- সহজ এবং প্রচলিত শব্দের ব্যবহার, জটিল এবং দীর্ঘ বাক্য পরিহার, নির্ভুল বানানরীতি ইত্যাদি। সত্য ঘটনা অবলম্বনে রচিত গল্প-উপন্যাসে সাধারণত দিন-তারিখ-ক্ষণ উল্লেখ থাকে। তবে এই উপন্যাসে দিন-তারিখ উল্লেখের বিষয়টিকে সেভাবে প্রাধান্য দেওয়া হয়নি। বরং সাধারণ পরিবারের একটি ঘটনা যেভাবে উপস্থাপন করা করা, এই উপন্যাসের ঘটনাও সেভাবেই উপস্থাপিত হয়েছে। তাই পাঠক উপন্যাসটি পড়ে শুধু আমাদের মহান মুক্তিযুদ্ধের আবহই অনুভব করবেন না, অনুভব করবেন একটি মধ্যবিত্ত পরিবারের আত্মিক বন্ধনের দৃঢ়তা। যে বন্ধন মাকে উৎসাহিত করে সন্তানের জন্য জীবন দিতে কিংবা বোনের জন্য ভাইকে। উপন্যাসটির শেষ অধ্যায়কে ‘বুকফাটা কান্নার অধ্যায়’ বললে অযৌক্তিক হবে না। আর এই কান্না স্বজন হারানোর কান্না, সব হারিয়ে নিঃশ^ হবার কান্না। তবে এই কান্নার কোথায় যেন লুকিয়ে আছে স্বজনের স্মৃতিকে আঁকড়ে ধরে নতুন করে জীবন সাজানোর প্রত্যয়। আর এই প্রত্যয় দেশ সাজানোরও। ‘একাত্তরের বদ্ধঘর’ উপন্যাসটির বহুল প্রচার-প্রসার ও পাঠকপ্রিয়তা কামনা করছি। মুক্তিযুদ্ধের উপন্যাস ‘একাত্তরের বদ্ধঘর’ লেখক- ইকবাল খন্দকার প্রচ্ছদশিল্পী- মামুন হোসাইন মূল্য- ১৮০ টাকা প্রকাশক- দেশ পাবলিকেশন্স।
×