ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চীনে রাসায়নিক কারখানায় বিস্ফোরণ ॥ নিহত ৪৭

প্রকাশিত: ০০:২০, ২২ মার্চ ২০১৯

চীনে রাসায়নিক কারখানায় বিস্ফোরণ ॥ নিহত ৪৭

অনলাইন ডেস্ক ॥ চীনের পূর্বাঞ্চলে একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে অন্তত ৪৭ জন নিহত এবং ছয় শতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা। জিয়াংসু প্রদেশের ইয়ানচেং নগরীর চেনজিয়াগাং শিল্পাঞ্চলে ওই দুর্ঘটনা ঘটে বলে শুক্রবার সিনহুয়ার খবরে বলা হয়। স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর পৌনে ৩টার (০৬:৫০ জিএমটি) দিকে ‘তিয়ানজিয়াই কেমিক্যাল কোম্পানি’ তে শাক্তিশালী ওই বিস্ফোরণের পর আগুন আশেপাশের কারখানায় ছড়িয়ে পড়ে। বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে তার ধাক্কা ওই এলাকায় ২ দশমিক ২ মাত্রার ভূকম্পণ অনুভূত হয়েছে। দুর্ঘটনা কবলিত কারখানায় কীটনাশক ও সার উৎপাদন হত বলে জানায় বিবিসি। প্রায় ১২ ঘণ্টা চেষ্টার পর শুক্রবার ভোররাত ৩টার (১৯:০০ জিএমটি) দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় আহত ৬৪০ জনকে ১৬টি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৩২ জনের অবস্থা আশঙ্কাজনক এবং ৫৪ জন মারাত্মকভাবে দগ্ধ। প্রচণ্ড বিস্ফোরণের ধাক্কায় আশেপাশের কয়েকটি ভবনের ছাদ এবং দরজা-জানালা ভেঙ্গে পড়েছে। কাছেই একটি কিন্ডারগার্টেনের কয়েকটি শিশু আহত হয়েছে বলে জানায় স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যম। বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। কারখানাটিতে ৩০টির বেশি জৈব রাসায়নিক মিশ্রণ তৈরি করা হতো, যেগুলোর বেশিরভাগই অত্যন্ত দাহ্য ছিল বলে জানায় রয়টার্স। অনিরাপদ কর্ম পরিবেশের জন্য কারখানাটিকে অতীতে কয়েকবার জরিমানা করা হয়েছিল। সাম্প্রতিক বছরগুলোতে চীনে বেশ কয়েকটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণ এবং হতাহতের ঘটনা ঘটেছে। যা জনমণে ক্ষোভ তৈরি করেছে। গত নবেম্বরে উত্তরের হেবেই প্রদেশে একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে অন্তত ২২ জন নিহত হয়। তার আগে জুলাইয়ে সিচুয়ান প্রদেশে একটি কারখানায় বিস্ফোরণ ১৯ জনের প্রাণ কেড়ে নেয়। তিয়ানজিনে ২০১৫ সালে একটি রাসায়নিক গুদামে বিস্ফোরণে ১৬৫ জন মারা যায়, আহত হয় সহস্রাধিক মানুষ।
×