ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঝিনাইদহে নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করার দাবিতে সংবাদ সম্মেলন

প্রকাশিত: ০১:৫৩, ২২ মার্চ ২০১৯

ঝিনাইদহে নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করার দাবিতে সংবাদ সম্মেলন

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ ॥ ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠ, অবাধ ও নিরপেক্ষ করার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জে এম রশীদুল আলম। আজ শুক্রবার সকালে শহরের শেখ রাসেল চত্বরে তার নির্বাচনী কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগে করে বলেন, নির্বাচনী প্রচারনার শুরু পর থেকে তার প্রতিপক্ষ আওয়ামী লীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী এডভোকেট আব্দুর রশিদ নির্বাচনী আচরন বিধি ভঙ্গ করে চলেছেন। তার নির্বাচনী কার্যালয় ভাংচুর করাসহ প্রচারনায় বাঁধার সৃষ্টি ও মাইক বন্ধ করা হচ্ছে। বিভিন্ন ইউনিয়নে নির্বাচনী পোষ্টার ছেড়া হচ্ছে। তিনি লিখিত বক্তব্যে আরও অভিযোগ করেন, মধুহাটি ইউনিয়নের চেয়ারম্যান ফারুক হোসেন জুয়েল, মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান খুরশীদ আলম, বালিয়াডাঙ্গা গ্রামের বিপ্লব, কুমড়াবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সামছুল হক, পদ্মাকর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিকাশ বিশ্বাস নৌকা প্রতিকের পক্ষে বিভিন্ন ইউনিয়নে গিয়ে আচরণবিধি ভঙ্গ করছে। তারা ভোটারদের ভয়ভীতি, হুমকি, গালি-গালাজ করছে। তারা ভোট কেন্দ্র দখল করে ভোট কেটে নেওয়ার কথা প্রকাশ্যে বলে বেড়াচ্ছে। নির্বাচনের দিন ভোট সেন্টারে আমার ভোটারদের না যাওয়ার জন্য চাপ দিচ্ছে। তিনি ২৪ মার্চ অনুষ্ঠিতব্য নির্বাচন অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ করার দাবি জানিয়েছেন। এ ব্যাপারে আওয়ামী লীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী এডবোকেট আব্দুর রশিদ বলেন, আমার এবং আমার কর্মী সমর্থকদের সম্পর্কে যে অভিযোগ করা হয়েছে সম্পুর্ন মিথ্যা ও ভিত্তিহীন।
×