ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভারতের সেনা ঘাঁটিতে পাকিস্তানের হামলায় নিহত ১

প্রকাশিত: ০১:৫৪, ২২ মার্চ ২০১৯

ভারতের সেনা ঘাঁটিতে পাকিস্তানের হামলায় নিহত ১

অনলাইন ডেস্ক ॥ ভারত-পাকিস্তান সীমান্তে এখনও উত্তেজনা বিরাজ করছে। তারই জের ধরে জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার কাছে নিয়ন্ত্রণরেখায় বৃহস্পতিবার সকাল থেকেই ভারতের বিভিন্ন সেনাঘাঁটি লক্ষ্য করে মর্টার বোমা এবং গ্রেনেড হামলা চালাতে শুরু করেছে পাকিস্তান। এতে নিহত হয়েছেন যশ পাল নামের ২৪ বছর বয়সী ভারতীয় এক সেনা। নিহতের বাড়ি জম্মুর উধমপুরে। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল থেকে রাজৌরি জেলার সুন্দরবেনির কেরি এলাকায় ভারতের বিভিন্ন সেনাঘাঁটি লক্ষ্য করে বোমা চালাতে শুরু করে পাকিস্তান। এতে এই ভারতীয় সেনার মৃত্যু ছাড়াও জম্মু ও কাশ্মীর পুলিশের একাধিক নিরাপত্তারক্ষী গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
×