ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্রতিবাদে, প্রতিরোধে, শোকপালনে আমরা সবাই আজ একজোট ॥ জেসিন্ডা

প্রকাশিত: ০৪:৩৬, ২২ মার্চ ২০১৯

 প্রতিবাদে, প্রতিরোধে, শোকপালনে আমরা সবাই আজ একজোট ॥ জেসিন্ডা

অনলাইন ডেস্ক ॥ মসজিদে রক্তগঙ্গা বইয়ে দিয়েও আজ শুক্রবারের নমাজ পাঠ থামিয়ে দিতে পারেনি জঙ্গিরা। শুধু ক্রাইস্টচার্চের সেই আল-নুর মসজিদেই নয়, শুক্রবারের নমাজে গোটা নিউজিল্যান্ডের মসজিদে মসজিদে শামিল হয়েছেন শোকস্তব্ধ অসংখ্য মানুষ। নির্ভয়ে। সপ্তাহখানেক আগে ক্রাইস্টচার্চের আল নুর ও পাশের একটি মসজিদে জঙ্গির নির্বিচার গুলিতে প্রাণ হারান ৫০ জন মানুষ। যাঁদের বেশির ভাগই ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, তুরস্ক, সোমালিয়া ও আফগানিস্তান থেকে আসা শরণার্থী বা উদ্বাস্তু। সেই দিনটির স্মরণে এ দিন আল নুর মসজিদের সামনে হাগ্লে পার্কে সমবেত হয়েছিলেন ৫ হাজারেরও বেশি মানুষ। শোকপালনের জন্য। তাঁদের সামনে দাঁড়িয়ে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন বলেন, ‘‘প্রতিবাদে, প্রতিরোধে, শোকপালনে আমরা সবাই আজ একজোট। আপনাদের সঙ্গে শোকপালন করছে গোটা নিউজিল্যান্ড।’’ এর পরেই দু’মিনিটের জন্য নীরবতা পালন করা হয়। যাতে শামিল হন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীও। শোকসন্তপ্ত মুসলিমদের উদ্দেশে ইমাম গামাল ফাওদা বলেন, ‘‘ওই ঘটনায় আমাদের হৃদয় ভেঙে গিয়েছে। কিন্তু আমরা ভেঙে পড়িনি। আমরা টিঁকে রয়েছি। কাঁধে কাঁধ মিলিয়ে রয়েছি। কেউ আমাদের সম্পর্কে চিড় ধরাতে পারবে না। অত মানুষের রক্তধারা বৃথা যাবে না। সেই রক্তধারাই লড়াই চালিয়ে যাওয়ার নতুন আশার বীজকে বাড়িয়ে তুলবে।’’ সূত্র : আনন্দবাজার পত্রিকা
×