ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাণীনগরে বিলে মাছ ধরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ

প্রকাশিত: ০৫:৩৫, ২২ মার্চ ২০১৯

  রাণীনগরে বিলে মাছ ধরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ নওগাঁর রাণীনগর উপজেলার মিরাট ইউনিয়নের সরকারি বিল মুনছুরের শাখা বিল চোরের খাস ক্যানেলে মাছ ধরা নিয়ে মৎস্যজীবী ও গ্রামের কতিপয় ব্যক্তিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ঘটনাস্থল থেকে সোহেল নামে এক যুবককে ভ্রাম্যমান আদালত আটক করে ১৫দিনের স্বশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। এই দ্বন্দ্বের জের ধরে বৃহস্পতিবার বিকেলে হরিশপুর গ্রামে মৎস্যজীবীদের অন্যস্থানের মাছ ধরার জাল রোদে শুকানোর সময় পুড়ে দিয়েছে গ্রামের প্রতিপক্ষ ব্যক্তিরা। প্রতিপক্ষের বিভিন্ন হুমকি-ধামকীর কারণে ভয়ে মৎস্যজীবীরা কোথাও মাছ ধরার জন্য যেতে পারছে না। এতে করে ওই গ্রামে মৎস্যজীবী ও গ্রামের কতিপয় ব্যক্তিদের মধ্যে যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন গ্রামবাসীরা। সহকারি কমিশনার (ভুমি) টুকটুক তালুকদার বলেন, বিলের পানি শুকিয়ে মাছ ধরার অপরাধে একজনকে শাস্তি প্রদান করেছি। বিলের পানি শুকিয়ে মাছ ধরার অধিকার কারো নেই। বিলটি মাছের অভয়ারন্য হিসেবে ঘোষনা করা হয়েছে। এটি সরকারি সম্পদ। আমি ঘটনাস্থল পরিদর্শন করে ওই বিলে বর্তমানে মাছ ধরার জন্য সবাইকে নিষেধ করেছি। অতিদ্রুত উভয়পক্ষকে নিয়ে বসে আমরা বিলে মাছ ধরার বিষয়টি সমাধান করবো।
×