ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বরিশালে বাস ও থ্রী-হুইলারের সংঘর্ষে নিহত বেড়ে ৬

প্রকাশিত: ০৫:৪২, ২২ মার্চ ২০১৯

 বরিশালে বাস ও থ্রী-হুইলারের সংঘর্ষে নিহত বেড়ে ৬

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বানারীপাড়া-বরিশাল সড়কের গড়িয়ারপাড়ের তেঁতুলতলা নামকস্থানে শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে যাত্রীবাহি বাস ও থ্রী-হুইলার আলফা (মাহেন্দ্রা) সংঘর্ষে বিএম কলেজ ছাত্রী, আলফা চালকসহ ছয়জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে শিশুসহ অপর পাঁচ যাত্রী। আহতদের শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। বরিশাল সদর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ইউনুস আলী জানান, নিহতরা হলেন-ঝালকাঠি সদরের বাসিন্দা ও বরিশাল সরকারী ব্রজমোহন কলেজের (বিএম) মাস্টার্সের গণিত প্রথমবর্ষের ছাত্রী শিলা হালদার (২৪), বাকেরগঞ্জের ইউনুস সিকদারের পুত্র ও নগরীর নথুল্লাবাদ এলাকার বাসিন্দা রং মিস্ত্রি মানিক সিকদার (৪০), নগরীর ২৯ নম্বর ওয়ার্ডস্থ কাশিপুর এলাকার ইনসাফ আলীর পুত্র অটোরিকশাচালক খোকন (৩৫), কাশিপুরের গণপাড়া এলাকার বাসিন্দা ইদ্রিস খানের পুত্র দুর্ঘটনা কবলিত মাহিন্দ্রাচালক সোহেল খান (২৫), বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা এলাকার মোখলেস হাওলাদারের স্ত্রী পারভীন বেগম (৩৫) ও একই এলাকার বাসিন্দা মেহেরুন্নেছা (৫০)। এ দূর্ঘটনায় গুরুত্বর আহত মাহিন্দ্রা যাত্রী নিহত পারভীন বেগমের শিশুপুত্র তাইয়ুম (৭), নিহত মেহেরুন্নেছার নাতি আব্দুল্লাহ (৬), অপরযাত্রী সুমন (২৫), তন্নি (১৭) ও দুলাল হালদারকে (৩০) শেবাচিম হাসপাতালের ভর্তি করা হয়েছে। হতাহতদের উদ্ধারকারী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আরও জানান, থ্রী-হুইলার আলফাটি যাত্রী নিয়ে বানারীপাড়া থেকে বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিলো। পথিমধ্যে গড়িয়ারপাড় এলাকার তেঁতুলতলা নামকস্থানে পৌঁছলে বানারীপাড়াগামী ‘দুর্জয় পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাসের সাথে থ্রী-হুইলারের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে মাহেন্দ্রাটি দুমড়ে মুচড়ে রাস্তার পাশে পরে দূর্ঘটনায় পতিত হয়ে ঘটনাস্থলেই যাত্রী কলেজ ছাত্রী শিলার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক মানিক ও খোকনকে মৃত বলে ঘোষনা করেন। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় থ্রী-হুইলারের চালক সোহেল, যাত্রী পারভীন বেগম ও মেহেরুন্নেছা মারা যায়। বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার ওসি আব্দুর রহমান মুকুল জানান, দুর্ঘটনা কবলিত বাসটি রাস্তার উপরে পরে থাকায় বরিশাল-বানারীপাড়া-স্বরুপকাঠী সড়কে প্রায় আধা ঘন্টা সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিলো। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় বাসটি উদ্ধার করা হলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। তবে ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। তাদের আটকের জন্য পুলিশের অভিযান চলছে। দুর্ঘটনা কবলিত বাস ও মাহেন্দ্রা পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
×