ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চীনে রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ৪৭

প্রকাশিত: ০৮:২৭, ২৩ মার্চ ২০১৯

 চীনে রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে  নিহত ৪৭

চীনের পূর্বাঞ্চলে একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৪৭ জন নিহত এবং ছয় শতাধিক মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা। -খবর বিবিসির। জিয়াংসু প্রদেশের ইয়ানচেং নগরীর চেনজিয়াগাং শিল্পাঞ্চলে ওই দুর্ঘটনা ঘটে বলে শুক্রবার সিনহুয়ার খবরে বলা হয়। স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর পৌনে ৩টার (গ্রীনিচ মান সময় ৬টা ৫০ মিনিট) দিকে ‘তিয়ানজিয়াই কেমিক্যাল কোম্পানি’ তে শাক্তিশালী ওই বিস্ফোরণের পর আগুন আশেপাশের কারখানায় ছড়িয়ে পড়ে। বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে তার ধাক্কা ওই এলাকায় ২ দশমিক ২ মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে। দুর্ঘটনা কবলিত কারখানায় কীটনাশক ও সার উৎপাদন হতো। প্রায় ১২ ঘণ্টা চেষ্টার পর শুক্রবার রাত ৩টার (গ্রীনিচ মান সময় ১৯টা) দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় আহত ৬৪০ জনকে ১৬টি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৩২ জনের অবস্থা আশঙ্কাজনক এবং ৫৪ জন মারাত্মকভাবে দগ্ধ।
×