ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিচ্ছিন্নতাবাদীদের আমন্ত্রণের জের

পাকিস্তানের জাতীয় দিবসের অনুষ্ঠান বর্জন ভারতের

প্রকাশিত: ০৮:২৭, ২৩ মার্চ ২০১৯

  পাকিস্তানের জাতীয় দিবসের অনুষ্ঠান বর্জন ভারতের

নয়াদিল্লীতে অবস্থিত পাকিস্তানের হাইকমিশনের এক অভ্যর্থনা অনুষ্ঠানে ভারত সরকার কোন সরকারী প্রতিনিধিকে পাঠাচ্ছে না। জম্মু ও কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীদের ওই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোয় ভারত প্রতিনিধি পাঠাবে না বলে জানিয়েছে এক সূত্র। এনডিটিভি। ভারত সরকারের শীর্ষস্থানীয় সূত্র জানিয়েছে, দিল্লীর পাক হাইকমিশনে পাকিস্তানের জাতীয় দিবসের অনুষ্ঠান হচ্ছে। কিন্তু সেই অনুষ্ঠান বয়কট করেছে ভারত। জানা গেছে, জম্মু ও কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী ৩০ হুরিয়াত নেতাকে পাকিস্তান আমন্ত্রণ জানিয়েছে। উর্ধতন এক সরকারী কর্মকর্তা জানিয়েছেন, এটা পাকিস্তানের দ্বিচারিতা। এটি সরাসরি ইঙ্গিত করে যে, তারা ভারতের অভ্যন্তরীণ বিষয়গুলোতে অনধিকারচর্চা করছে। এজন্যই সরকার কোন প্রতিনিধি পাঠাতে রাজি হয়নি। আর তাই ভারতের পক্ষ থেকে অনুষ্ঠানে না থাকার সিদ্ধান্ত হয়েছে। গত মাসে পুলওয়ামায় সন্ত্রাসী হামলার পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। এরই মধ্যে পাকিস্তানের জাতীয় দিবসের অনুষ্ঠান বয়কট করলো ভারত। ওই হামলার দায় স্বীকার করেছিল পাকিস্তানভিত্তিক জইশ-ই- মোহাম্মদ।
×