ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

সীমান্ত সজলের পরিচালনায় অপূর্ব-তিশার ‘শুভ জন্মদিন’

প্রকাশিত: ০৮:৩৩, ২৩ মার্চ ২০১৯

 সীমান্ত সজলের পরিচালনায় অপূর্ব-তিশার ‘শুভ জন্মদিন’

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের অন্যতম তরুণ মেধাবী নির্মাতা সীমান্ত সজলের পরিচালনায় সম্প্রতি নির্মিত হয়েছে বিশেষ এক ঘণ্টার নাটক ‘শুভ জন্মদিন’। সীমান্ত সজলের রচনা, চিত্রনাট্য ও পরিচালনায় ‘শুভ জন্মদিন’ নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন সময়ের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। নাটকটির অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেছেন শ্রাবন্তী অধিকারী, মোসফিকুর শুভ, নুসরাত চৌধুরী, ডালিম কুমার দাস টিটু, শাওন আহমেদ ও থিয়েটারের ৩০ অভিনয় শিল্পী। একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন আফফান মিতুল। সম্প্রতি নাটকটির শূটিং শেষ হয়েছে। প্রচেষ্টা এ্যাড মিডিয়া প্রযোজিত ‘শুভ জন্মদিন’ নাটকটির নির্বাহী প্রযোজক মোঃ মোজাফফর হোসেন দিপু। নাটকটির সিনেমাটোগ্রাফার সুমন হোসেন, লাইট গ্রাফার জামান, মেকআপ আর্টিস্ট মহসিন, স্টিল ফটোগ্রাফার রেজা হাসান। টাইটেল, সম্পাদনা ও আবহসঙ্গীত করেছেন মোঃ নুরউদ্দিন। নাটকটি প্রসঙ্গে পরিচালক সীমান্ত সজল বলেন ‘শুভ জন্মদিন’ মানুষের জীবনের কথা বলবে, ভালবাসার কথা বলবে। বার বার ফিরে আসুক ‘শুভ জন্মদিন’। আশা করি বরাবরের মতোই আমার এই নাটকটিও দর্শকার পছন্দ করবেন।
×