ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ফাইল ঘেঁটে অপরাধের ধরন খুঁজছে সফটওয়্যার

প্রকাশিত: ০৮:৩৭, ২৩ মার্চ ২০১৯

 ফাইল ঘেঁটে অপরাধের ধরন  খুঁজছে সফটওয়্যার

অপরাধ সমাধানে ‘প্যাটার্নাইজার’ নামের নতুন সফটওয়্যার ব্যবহার করতে শুরু করেছে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট। লাখো পুরনো মামলা অনুসন্ধান করতে পুলিশ কর্মকর্তাদের সহায়তা করে এই সফটওয়্যার। আগে কাগজের ফাইল ঘেঁটে এই কাজটি করতে হতো। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, এনওয়াইপিডি নিজেই সফটওয়্যারটি বানিয়েছে। বিশ্লেষকদেরকে পুরানো মামলার ফাইল থেকে অপরাধের ধরন বা একই ধরনের অপরাধ বের করতে সহায়তা করে এই সফটওয়্যার। প্রতিবেদনে আরও বলা হয়, এটি এমন কোন ব্যবস্থা নয় যা অপরাধ কোথায় হবে তা অনুমান করবে বা সিসিটিভি ফুটেজকে এআই দিয়ে বিশ্লেষণ করা হবে। এটি এমন একটি ব্যবস্থা যা এনওয়াইপিডির ডেটাবেইজে অনুসন্ধান চালিয়ে অপরাধের ধরন শনাক্ত করবে। ফলে তদন্তের জন্য বিস্তৃত ডেটা থাকবে গোয়েন্দার কাছে। এনওয়াইপিডির পক্ষ থেকে বলা হয়, ২০১৬ সাল থেকেই এই সফটওয়্যার ব্যবহার করে আসছে তারা। সংস্থাটির ডেটা এ্যানালিটিকস বিভাগের সহকারী কমিশনার ইভান লিভাইন এবং সাবেক এ্যানালিটিকস পরিচালক এ্যালেক্স কোলাস-উড বলেন, দুই বছর ধরে তারা সফটওয়্যারটি বানিয়েছেন। আর মার্কিন যুক্তরাষ্ট্রে এনওয়াইপিডি প্রথম এ ধরনের ব্যবস্থা ব্যবহার করছে বলেও দাবি করেছেন তারা। সফটওয়্যারটির প্রশিক্ষণে আগের ১০ বছরের অপরাধের ধরন ব্যবহার করা হয়েছে। ৮০ শতাংশ সময়ে ঠিকঠাকভাবে অপরাধের ধরনের কিছু অংশ শনাক্ত করতে পারে এই ব্যবস্থা।
×