ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মশা নির্মূলে কার্যকর পদক্ষেপ নেই ডিএনসিসির

প্রকাশিত: ০৮:৪৫, ২৩ মার্চ ২০১৯

 মশা নির্মূলে কার্যকর পদক্ষেপ  নেই ডিএনসিসির

স্টাফ রিপোর্টার ॥ কোটি কোটি টাকা বাজেট বরাদ্দ থাকলেও এই মৌসুমে মশা নিধনে তেমন কোন কার্যকর পদক্ষেপ নিতে পারেনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। এর কারণ হিসেবে কর্তৃপক্ষ মানসম্মত ওষুধ সরবরাহের অভাবকেই দায়ী করছেন। তবে খুব দ্রুতই সমস্যা সমাধানের আশ্বাস সিটি কর্পোরেশনের। তবে মশার কামড়ে অতিষ্ঠ নগরবাসী চান সিটি কর্পোরেশনের দ্রুত কার্যকর পদক্ষেপ। কোটি টাকা বরাদ্দ থাকলেও মশা মারতে কামান ডাকতে ব্যর্থ সিটি কর্পোরেশন। মশার রাজত্ব রাজধানীজুড়েই। তবে নিয়ন্ত্রণহীনতার কারণে দুর্ভোগ বেশি পোহাতে হচ্ছে উত্তর সিটি কর্পোরেশনের বাসিন্দাদের। তারা বলেন, প্রচুর মশা। কামড়ে লাল বানিয়ে ফেলে। বাচ্চাদের কামড়ালে জ্বর এসে পড়ে। ২০১৮ সালে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৯ হাজার ৯৮৭ জন। এর মধ্যে মারা গেছেন ২৬ জন। কর্তৃপক্ষের দাবি, মানসম্মত না হওয়ায় নির্ধারিত কোম্পানির ওষুধ বাতিল করায় সীমিত পরিসরে চলছে মশা নিয়ন্ত্রণের কার্যক্রম। উত্তর সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র জামাল মোস্তফা বলেছিলেন, আমরা এক লাখ লিটার ওষুধ বাতিল করেছি। নতুন কোম্পানির কাছে থেকে আমরা মানসম্মত ওষুধ নিচ্ছি। ২০১৮-১৯ অর্থবছরে শুধুমাত্র মশা নিধনের বাজেট ২১ কোটি টাকা। তবে সমাধান হয়নি এই সমস্যা। নগরবাসী খুব দ্রুতই এই সমস্যার সমাধান চান।
×