ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাউফলে নির্বাচনী সহিংসতায় আহত ১০

প্রকাশিত: ০৮:৪৮, ২৩ মার্চ ২০১৯

 বাউফলে নির্বাচনী সহিংসতায় আহত ১০

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ২২ মার্চ ॥ বাউফলে উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা ও ঘোড়া মার্কার সমর্থকদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। এদের মধ্যে ৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৫টায় নওমালা ইউনিয়নের নয়ারহাট এলাকায় এ ঘটনা ঘটেছে। জানা গেছে, বিকেল ৪টার দিকে নৌকা মার্কার প্রার্থী আবদুল মোতালেব হাওলাদারের কয়েক শ’ কর্মী সমর্থক ওই হাটে অবস্থান নিয়ে গণসংযোগ করছিল। বিকেল ৫টার দিকে ঘোড়া মার্কার প্রার্থী ইঞ্জিনিয়ার মজিবুর রহমানের নেতৃত্বে ২০-২৫টি বাইক নিয়ে তার কর্মী সমর্থকরা ওই হাটে প্রবেশ করে স্লোগান দিতে থাকে। এ সময় নৌকা মার্কার কর্মী সমর্থকরা স্লোগান দিতে থাকলে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে দুই গ্রুপই লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে ঘোড়া মার্কার কর্মী সাবুদ্দিন আকন, সোহাগ রাড়ী, আবদুল মজিদ ও নৌকা মার্কার কর্মী নজরুল ইসলামসহ কমপক্ষে ১০ আহত হয়।
×