ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজৈর উপজেলা নির্বাচন অফিসার এবং ওসি প্রত্যাহার

প্রকাশিত: ০৮:৪৮, ২৩ মার্চ ২০১৯

 রাজৈর উপজেলা নির্বাচন অফিসার এবং ওসি  প্রত্যাহার

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ২২ মার্চ ॥ ২৪ মার্চ অনুষ্ঠিতব্য রাজৈর উপজেলা পরিষদ নির্বাচনে পক্ষপাতমূলক আচরণের অভিযোগে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও রাজৈর উপজেলা নির্বাচন অফিসার মিজানুর রহমান এবং রাজৈর থানার ওসি জিয়াউল মোর্শেদকে প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার কমিশন এ প্রত্যাহারের নির্দেশ দেয় বলে মাদারীপুর জেলা নির্বাচন অফিসার মোঃ মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। এদিকে রাজৈর উপজেলার ৬৪ ভোট কেন্দ্রের মধ্যে সবকটিকে অধিক ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছে প্রশাসন। জানা গেছে, রাজৈর উপজেলা পরিষদ নির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তা মিজানুর রহমানের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ উত্থাপন করে আওয়ামী লীগ প্রার্থী মোঃ আবদুল মোতালেব মিয়া নির্বাচন কমিশনে দরখাস্ত করেন। বিষয়টি আমলে নিয়ে শুক্রবার তাৎক্ষণিক মিজানুর রহমানকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। তার স্থলে ফরিদপুরের বোয়ালমারী উপজেলা নির্বাচন অফিসার আজমল হোসেনকে রাজৈর উপজেলা নির্বাচনে সহকারী রিটার্নিং অফিসার হিসেবে নতুন দায়িত্ব দেয়া হয়েছে। একইসঙ্গে রাজৈর থানার ওসি জিয়াউল মোর্শেদকে প্রত্যাহার করে তার স্থলে শিবচর থানা ওসি (তদন্ত) মোঃ শাহজাহান মিয়াকে রাজৈর থানায় ওসির দায়িত্ব দেয়া হয়েছে। রাজৈর উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। রাতের আঁধারে প্রতিপক্ষের পোস্টার ছেঁড়া, নির্বাচনী কাজে বাধা দেয়া, অহরহ নির্বাচন বিধি লঙ্ঘন, উত্তেজক স্লোগান, সভা-সমাবেশে ভীতিকর বক্তব্য দেয়াসহ বিভিন্ন কুট-কৌশলের কারণে ভোটারদের মধ্যে ভীতিকর পরিবেশ তৈরি হয়েছে। উল্লেখ্য, রাজৈর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত এম.এ মোতালেব মিয়া, স্বতন্ত্র হাজী মোঃ মহসিন মিয়া ও সজল কির্তনীয়া প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
×