ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাগেরহাটে প্রকৌশলীর স্ত্রীকে গলাকেটে হত্যা

প্রকাশিত: ০৮:৪৯, ২৩ মার্চ ২০১৯

 বাগেরহাটে প্রকৌশলীর স্ত্রীকে গলাকেটে  হত্যা

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটে ঘরে ঢুকে হোসনেয়ারা বেগম (৬০) নামে এক বৃদ্ধাকে জবাই করে মালামাল লুট করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড় নয়টার দিকে শহরের পূর্ব সরুই এলাকায় (পুরনো পুলিশ লাইনের পাশে) এ ঘটনা ঘটে। হোসনেয়ারা বেগম গণপূর্ত বিভাগের অবসরপ্রাপ্ত প্রকৌশলী আব্দুর রহিমের স্ত্রী। তিনি গত ১৮ মার্চ ওমরা হজ পালন করতে সৌদি আরব গেছেন। তার তিন ছেলে চাকরির সুবাদে কেউই বাড়িতে থাকেন না। নিহত হোসনে আরা বেগম বাগেরহাট শহরের দক্ষিণ সরুই এলাকার আব্দুর রহিমের স্ত্রী। তার স্বামী মোঃ আব্দুর রহিম গণপূর্ত বিভাগের অবসরপ্রাপ্ত প্রকৌশলী ছিলেন। নিহতের ছোট বোন ঝর্ণা বেগম বলেন, আমার বড় ভাগ্নের ফোন পেয়ে তাদের বাড়িতে আসি। এসে দেখি বোনের রক্তাক্ত মরদেহ খাটের উপর পড়ে আছে। ঘরের সব দরজা খোলা। দু’টি আলমারি ভাঙা। পরিবারের কোন সদস্য বাড়িতে না থাকার সুযোগে দুর্বৃত্তের দল ঘরে ঢুকে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মালামাল নিয়ে গেছে বলে ধারণা করছি। তবে তা কি পরিমাণ হবে তা তার স্বামী ও ছেলেরাই বলতে পারবে। ঘরে ঢোকা দুর্বৃত্তদের হয় তিনি চিনে ফেলেছেন অথবা মালামাল লুটের সময় বাধা দেয়ায় তারা ক্ষুব্ধ হয়ে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যা করেছে বলে ধারণা করছেন তিনি। ফরিদপুরে ক্লিনিক কর্মকর্তা নিজস্ব সংবাদদাতা ফরিদপুর থেকে জানান, দুই দিন নিখোঁজ থাকার পর ফরিদপুরের আলফাডাঙ্গায় ওয়াকিব শিকদার (২৪) নামের এক তরুণের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ২টার দিকে উপজেলার পৌরসভার মিঠাপুর চরপাড়া বারাশিয়া নদী সংলগ্ন একটি ঝোপ থেকে ওয়াকিবের লাশ উদ্ধার করা হয়। ওয়াকিব শিকদার পাশের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের দেউলি গ্রামের জলিল শিকদারের ছেলে। দুই ভাইয়ের মধ্যে ওয়াকিব বড় ও অবিবাহিত ছিলেন। তিনি আলফাডাঙ্গা কলেজে ডিগ্রী দ্বিতীয় বর্ষের ছাত্র। পড়াশোনার পাশাপাশি গত চার বছর ধরে আলফাডাঙ্গা পৌরসভায় অবস্থিত নাজমা মেডিকেয়ার ক্লিনিকের ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। জানা গেছে, মঙ্গলবার রাতে বাড়ি থেকে কে বা কারা ডেকে নিয়ে যায় ওয়াকিবকে। তারপর থেকে নিখোঁজ ছিলেন তিনি। পরে পরিবারের পক্ষ থেকে বৃহস্পতিবার বিকেলে আলফাডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। আলফাডাঙ্গা থানার পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যায় দেউলিগ্রাম থেকে ওয়াকিবের বন্ধু বিল্লাল মোল্লাকে (২৫) আটক করে। আলফাডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) জিল্লুর হোসেন জানান, জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে বিল্লাল ওয়াকিবের হত্যার সঙ্গে জড়িত বলে স্বীকার করেন। পরে তার দেয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার রাত ২টার দিকে আলফাডাঙ্গা উপজেলার মিঠাপুর চরপাড়া বারাশিয়া নদী সংলগ্ন একটি ঝোপ থেকে ওয়াকিবের লাশ উদ্ধার করা হয়। ওয়াকিবের মাথায় আঘাতের চিহ্ন রযেছে। তিনি বলেন, এ হত্যাকান্ডের সঙ্গে জড়িত দেউলি গ্রামের ইমন শেখ এবং রাকিব নামে আরও দুই তরুণকে আটক করা হয়েছে।
×