ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কুতুবদিয়া উপজেলা নির্বাচন স্থগিত

প্রকাশিত: ০৮:৫৩, ২৩ মার্চ ২০১৯

 কুতুবদিয়া উপজেলা  নির্বাচন স্থগিত

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ কুতুবদিয়া উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করেছে হাইকোর্ট। বৃহস্পতিবার চেয়ারম্যান প্রার্থী এ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর করা একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেয় উচ্চ আদালত। দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় কাল রবিবার নির্বাচন অনিুষ্ঠিত হওয়ার কথা ছিল। উচ্চ আদালতে রিটের সূত্র মতে চেয়ারম্যান পদে দুই প্রার্থী মনোনয়ন দাখিল করলেও ঋণখেলাপীর দায়ে স্বতন্ত্র প্রার্থী আজিজুল হকের মনোনয়ন বাতিল হয়েছিল। এ সময় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধি কেউ না থাকায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে দাবি করে বিজয় মিছিলও বের করেছিল। তবে চেয়ারম্যান প্রার্থী আজিজুল হক উচ্চ আদালতে আপীল করলে শুনানি শেষে আদালত তার বৈধতার পক্ষে একটি আদেশ দেয় এবং জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে আনারস প্রতীক পেয়ে প্রচারে মাঠে নামেন। তবে এ রিট আবেদনের তথ্য আড়াল করে প্রার্থী এ্যাডভোকেট ফরিদুল ইসলামকে রিটের পক্ষভুক্ত করা হয়নি। ফলে আওয়ামী লীগ প্রার্থী ফরিদুল ইসলাম চৌধুরী বৃহস্পতিবার একটি রিট আবেদন করে তা অবগত এবং আজিজুল হকের রিটে পক্ষভুক্ত করারও আবেদন করেন। আদালত আবেদনটি আমলে নিয়ে আগামী ১১ এপ্রিল আপীল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য দিন ধার্য করেন এবং আপিল বিভাগের সিভিল পিটিশন ফর লিভ টু আপীল নং-৮৬৮/২০১৯ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত রাখার জন্য একটি আদেশ দেন।
×