ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সেই নবজাতকের আশ্রয় হলো এসওএস শিশুপল্লীতে

প্রকাশিত: ০৮:৫৩, ২৩ মার্চ ২০১৯

 সেই নবজাতকের  আশ্রয় হলো  এসওএস শিশুপল্লীতে

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ জঙ্গলে পাওয়া সেই নবজাতকের আশ্রয় মিলল বগুড়ার এসওএস শিশুপল্লীতে। এসওএস শিশুপল্লী পরিত্যক্ত শিশুদের বেড়ে ওঠার সার্বিক দায়িত্ব নিয়ে উচ্চশিক্ষা দিয়ে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনে। বুধবার রাতে বগুড়া সরকারী আজিজুল হক কলেজের সামনে একটি ঝোপ জঙ্গলে একদিনের নবজাতককে পরিত্যক্ত অবস্থায় দেখতে পায় কলেজের দুই শিক্ষার্থী আবদুল্লাহ ও শামীম। তারা জরুরী ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ ইন্সপেক্টর মুস্তাফিজ হাসান নবজাতককে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নিওনেটাল ইউনিটে ভর্তি করে দেন। বৃহস্পতিবার রাতে একদিনের এই মেয়েশিশুকে এসওএস শিশু পল্লীর পরিচালক আতিকুর রহমানের হাতে তুলে দেয়া হয়। অস্ট্রিয়া ও জার্মানি প্রতিষ্ঠান এসওএসে শিশুটিকে বর্তমানে পালক মায়ের কাছে রাখা হয়েছে। সেখানেই সে মায়ের মমতায় বেড়ে উঠবে এমনটি জানিয়ে পরিচালক আতিকুর রহমান বলেন, বগুড়া এসওএসে এক ও দুই দিনের কয়েকটি শিশু বেড়ে উঠেছে। এদের দু’জন বিএসসি ইঞ্জিনিয়ার হয়েছেন। এদের ঠিকানা থাকে এসওএস। যিনি হস্তান্তর করেছেন তার পরিচিতিতে। এসওএস এ ধরনের কোন শিশুকে দত্তক দেয় না। তবে কেউ কখনও মাতৃত্বের দাবি নিয়ে এলে ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হয়ে মায়ের পরিচয় দেয়া হয়।
×