ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

র‌্যাবের হাত থেকে বাঁচতে ইয়াবা গিলে বিক্রেতার মৃত্যু

প্রকাশিত: ০৮:৫৪, ২৩ মার্চ ২০১৯

 র‌্যাবের হাত থেকে বাঁচতে ইয়াবা গিলে  বিক্রেতার  মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ২২ মার্চ ॥ র‌্যাবের হাত থেকে বাঁচতে ইয়াবা ট্যাবলেট গিলে ফেলে শাকিল (২৮) নামের এক ইয়াবা বিক্রেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সোয়া ১১টা দিকে বাউফল হাসপাতালে তার মৃত্যু হয়। র‌্যাব-৮ এর এএসপি সোহেব আহম্মেদ তাকে চিকিৎসার জন্য বাউফল হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের ভর্তি রেজিস্টারে তার নাম, পদবি ও ফোন নম্বর উল্লেখ রয়েছে। জানা গেছে, শাকিল একজন ইয়াবা বিক্রেতা। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩ টায় র‌্যাব-৮ সদস্যরা দশমিনার রামনাথ সেন সরকারী প্রাইমারী স্কুল মাঠ থেকে তাকে গ্রেফতার করে। এ সময় শাকিল র‌্যাবের হাত থেকে বাঁচতে তার সঙ্গে থাকা অসংখ্য ইয়াবা ট্যাবলেট গিলে ফেলেন। এ অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে র‌্যাব সদস্যরা তাকে নিয়ে পটুয়াখালী ক্যাম্পের উদ্দেশে রওনা দিলে, বাউফলের বগা ফেরিঘাটে এসে শাকিল অসুস্থ হয়ে পড়েন। তখন র‌্যাব সদস্যরা তাকে স্থানীয় বগা উপস্বাস্থ্য কেন্দ্রে আনেন। সেখানে ডাঃ মহাসিন তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাউফল হাসপাতালে পাঠিয়ে দেন। রাত ১১টা ২০ মিনিটের সময় র‌্যাব সদস্যরা শাকিলকে নিয়ে বাউফল হাসপাতালে আসেন। দায়িত্বরত চিকিৎসক ডাঃ আক্তারুজ্জামান জানান, শাকিলকে হাসপাতালে নিয়ে আসার পর তিনি সর্বোচ্চ দুই মিনিট জীবিত ছিলেন। তার ধারণা অতিরিক্ত ইয়াবা ট্যাবলেট সেবনের ফলে তার মৃত্যু হয়েছে। শাকিলের বাড়ি দশমিনার পূর্ব আলিপুরা গ্রামে। তার বাবার নাম মোঃ শাহ আলম খান।
×