ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জন্মদিনে মাস্টারদা সূর্য সেনকে শ্রদ্ধায় স্মরণ

প্রকাশিত: ০৮:৫৫, ২৩ মার্চ ২০১৯

 জন্মদিনে মাস্টারদা সূর্য সেনকে শ্রদ্ধায়  স্মরণ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ ব্রিটিশবিরোধী আন্দোলনের পুরোধা মাস্টারদা সূর্য সেনের ১২৬তম জন্মদিনে শুক্রবার চট্টগ্রামের মানুষ শ্রদ্ধায় স্মরণ করেছে এই বিপ্লবীকে। রাউজানের নোয়াপাড়ায় মাস্টারদার আবক্ষ মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে বিভিন্ন সংগঠন। এখানেই ১৮৯৪ সালের ২২ মার্চ জন্মগ্রহণ করেছিলেন বিপ্লবী সূর্যসেন। চট্টগ্রাম নগরীতেও মাস্টারদার আবক্ষ মূর্তিতে শ্রদ্ধা জানানো হয় ফুল দিয়ে। মাস্টারদা সূর্য সেন স্মৃতি রক্ষা পরিষদ, সূর্য সেন স্মৃতি সংসদ, রাউজান উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, রাউজান ছাত্র কল্যাণ সংসদসহ বিভিন্ন সংগঠন পৃথকভাবে বাঙালীর সংগ্রামী চেতনার অনুপ্রেরণা সূর্য সেনের প্রতি শ্রদ্ধা জানান। মাস্টারদা সূর্য সেন স্মৃতি পাঠাগারের উদ্যোগে ছিল আলোচনা সভাসহ নানা আয়োজন। বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন পাঠাগার সভাপতি শ্যামল কুমার পালিত, উপজেলা আওয়ামী লীগ সভাপতি কামাল উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বশির উদ্দিন খান, প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ প্রমুখ। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, মাস্টারদা সূর্য সেন পরাধীনতার শৃঙ্খল থেকে দেশকে মুক্ত ও স্বাধীন করার সংগ্রামে আত্মোৎসর্গকারী একজন বিপ্লবী। ব্রিটিশ বিদায়ের পর স্বাধীন বাংলাদেশেও তিনি দেশপ্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত। ব্রিটিশ আমলে স্নাতক পাস করে শিক্ষকতাকে পেশা হিসেবে গ্রহণকারী মাস্টারদা মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনে যোগ দিয়েছিলেন। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের এ পুরোধা ব্যক্তিত্ব বিপ্লবীদের নিয়ে সশস্ত্র সংগ্রামে অবতীর্ণ হয়েছিলেন। ১৯৩০ সালে চট্টগ্রামের জালালাবাদ পাহাড়ে ব্রিটিশদের বিরুদ্ধে সম্মুখযুদ্ধে অবতীর্ণ হন। তার নেতৃত্বাধীন বাহিনী চট্টগ্রামে ব্রিটিশ পতাকা নামিয়ে উত্তোলন করে স্বাধীন ভারতের পতাকা। যুগে যুগে তিনি বিপ্লবীদের প্রেরণার উৎস হয়ে থাকবেন।
×