ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

চাকসু নির্বাচনের উদ্যোগ ॥ শিক্ষার্থীদের উচ্ছ্বাস

প্রকাশিত: ০৮:৫৫, ২৩ মার্চ ২০১৯

 চাকসু নির্বাচনের উদ্যোগ ॥ শিক্ষার্থীদের উচ্ছ্বাস

চবি সংবাদদাতা ॥ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের পর চাকসু নিয়ে আগ্রহ ও উদ্দীপনা বেড়েছে শিক্ষার্থীদের মধ্যে। শুরুতে নিরাপত্তার বিষয়টি সামনে এনে নির্বাচন নিয়ে প্রশাসন বরাবরের মতোই অনীহা প্রকাশ করলেও এখন চাকসু নির্বাচন অনুষ্ঠানে উদ্যোগী হয়েছে। গত বুধবার প্রভোস্ট এবং প্রক্টোরিয়াল বডির এক বৈঠকে হঠাৎ করেই চাকসু নির্বাচনের ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়। পরদিন বৃহস্পতিবার নীতিমালা পর্যালোচনা কমিটিও গঠন করা হয়। বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. শফিউল আলমকে প্রধান করে বৃহস্পতিবার দুপুরে ৫ সদস্যবিশিষ্ট এই নীতিমালা পর্যালোচনা কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন আইন অনুষদের ডিন প্রফেসর এবিএম আবু নোমান, লোক প্রশাসন বিভাগের প্রফেসর ড. আমীর মোহাম্মাদ নসরুল্লাহ, সহকারী প্রক্টর লিটন মিত্র এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মাদ ইউসুফ। নির্বাচন নিয়ে ঘোষণা আসার পর পরই ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা চাকসু নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক উপগ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ইকবাল টিপু বলেন, আমরা এই উদ্যোগকে সাধুবাদ জানাই। ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের নিয়ে নির্বাচন উপযোগী একটা পরিবেশ সৃষ্টির চেষ্টা করে যাবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম বলেন, সরকার সমর্থিত ছাত্র সংগঠনের সৃষ্টি করা অরাজক পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ হচ্ছে চাকসু নির্বাচন। আমরা এই উদ্যোগের পক্ষে আছি, তবে সবার আগে সহাবস্থান নিশ্চিত করতে হবে। ছাত্র ইউনিয়নের সভাপতি ধীষন চাকমা বলেন, সবার জন্য সমান পরিবেশ নিশ্চিত করে দ্রুত এই নির্বাচন দেয়া হোক। এদিকে চাকসু নির্বাচনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন চাকসুর সর্বশেষ নির্বাচিত ভিপি নাজিম উদ্দিন। তিনি বলেন, চাকসু নির্বাচনের এই সিদ্ধান্ত কার্যকর হলে ২৮ বছরের বন্ধ্যত্ব ঘুচবে চবির। নিরাপত্তা প্রশ্নে এতদিন নির্বাচন নিয়ে অনীহা থাকলেও হঠাৎ কেন এই সিদ্ধান্ত প্রশ্নে উপাচার্য বলেন, দেশপ্রেমী নেতৃত্ব গঠনের জন্য ছাত্র সংসদ নির্বাচন জরুরী। এছাড়া কিছুদিন আগে চবিতে তথ্যমন্ত্রী চাকসু নির্বাচন দেয়ার অনুরোধ জানিয়েছিলেন। এর পর বিভিন্ন মহল থেকে আমরা এই ব্যাপারে আগ্রহ-উদ্দীপনা লক্ষ্য করি। যেহেতু মন্ত্রী এই ব্যাপারে কথা বলেছেন তাই আমি মনে করি সরকারও নির্বাচনের ব্যাপারে ইতিবাচক। এদিকে নির্বাচনকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর একটি চিঠিও দেয়া হয়েছে বলে জানিয়েছেন চবি উপাচার্য। তিনি বলেন, প্রধানমন্ত্রীর অনুমতি পেলেই আমরা নির্বাচন দেব।
×