ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আইইবিতে যন্ত্রকৌশল বিভাগের সেমিনার

প্রকাশিত: ০৮:৫৯, ২৩ মার্চ ২০১৯

 আইইবিতে  যন্ত্রকৌশল  বিভাগের  সেমিনার

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) যন্ত্রকৌশল বিভাগের উদ্যোগে ‘ইন্ডাস্ট্রিয়াল বয়লার ম্যানুফাকচারিং : বাংলাদেশ পার্সপেক্টিভস’ শীর্ষক সেমিনার বৃহস্পতিবার রাতে আইইবি’র কাউন্সিল হলে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন আইইবির প্রেসিডেন্ট এবং বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মোঃ আবদুস সবুর। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকৌশলী মোঃ জাওয়াহেরুল গণি। স্বাগত বক্তব্য রাখেন আইইবির সাধারণ সম্পাদক প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ। আলোচক ছিলেন সাবেক প্রধান বয়লার পরিদর্শক প্রকৌশলী মোঃ আব্দুল্লাহ্। এছাড়া আরও বক্তব্য রাখেন, আইইবির ভাইস-প্রেসিডেন্ট প্রকৌশলী এস.এম মনজুরুল হক মঞ্জু, ড. প্রকৌশলী এম.এম সিদ্দিক। অনুষ্ঠানে আইইবি’র যন্ত্রকৌশল বিভাগের সম্পাদক প্রকৌশলী আহসান বিন বাসার (রিপন) এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. প্রকৌশলী মোঃ আব্দুর রশিদ সরকার। সেমিনার অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন আইইবি’র যন্ত্রকৌশল বিভাগের ভাইস-চেয়ারম্যান ড. প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম। -বিজ্ঞপ্তি
×