ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভারতের টানা পাঁচ

প্রকাশিত: ০৯:১৩, ২৩ মার্চ ২০১৯

 ভারতের টানা পাঁচ

স্পোর্টস রিপোর্টার ॥ শুক্রবার শেষ হয়েছে সাফ মহিলা চ্যাম্পিয়নশিপের পঞ্চম আসর। নেপালের বিরাটনগরের শহীদ রঙ্গশালা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে ফেবারিট শক্তিশালী ভারত। ম্যাচের প্রথমার্ধের স্কোরলাইন ছিল ১-১। বিজয়ী দলের দালিমা চিবার ২৬ মিনিটে, দাংমেই গ্রেস ৬৩ এবং অঞ্জু তামাং ৭৮ মিনিটে ও বিজিত দলের সাবিত্রা ভা-ারি ৩৩ মিনিটে ১টি করে গোল করেন। এ নিয়ে অনুষ্ঠিত পাঁচটি সাফের শিরোপাই জিতে নিল ভারত। এর আগে তারা ২০১০ আসরে নেপালকে ১-০, ২০১২ আসরে নেপালকে ৩-১, ২০১৪ আসরে নেপালকে ৬-০ এবং ২০১৬ আসরে বাংলাদেশকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। শুধু তাই নয়, সাফে এ পর্যন্ত একটি খেলায়ও হারেনি তারা (২৩ ম্যাচের ২২টিতেই জয়, ১টিতে ড্র)। এই আসরে ভারত ছিল ‘বি’ গ্রুপে। মালদ্বীপকে ৬-০ এবং শ্রীলঙ্কাকে ৫-০ গোলে স্রেফ খড়কুটোর মতো উড়িয়ে দেয় তারা। সেমিতেও তাই। সেখানে তাদের শিকার হয় বাংলাদেশ (৪-০)। পক্ষান্তরে ‘এ’ গ্রুপে নেপাল ভুটানকে ৩-০ এবং বাংলাদেশকে একই ব্যবধানে হারিয়ে গ্রুপসেরা হয়। সেমিতে তারা ৪-০ গোলে পরাভূত করে শ্রীলঙ্কাকে। নেপালের অনেক আশা ছিল আগের তিন আসরের ফাইনালে হারলেও এবার তারা ঠিকই ভারতকে হারিয়ে প্রথম অধরা শিরোপাটা নিজেদের করে নিতে পারবে। কিন্তু তাদের সে আশায় গুড়েবালি। ফাইনালে হারলেও তাদের সান্ত¡না একটিই- ৪ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন নেপালের সাবিত্রা ভান্ডারি।
×