ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অনুমিতভাবেই জরিমানা দিয়ে পার পেলেন রোনাল্ডো

আটকের ভয়ে সিআর সেভেন!

প্রকাশিত: ০৯:১৪, ২৩ মার্চ ২০১৯

 আটকের ভয়ে সিআর সেভেন!

স্পোর্টস রিপোর্টার ॥ মাঠের লড়াইয়ে সেরাদের একজন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। কিন্তু বিতর্কেও কম যান না জুভেন্টাসের পর্তুগীজ তারকা। ধর্ষণ, নারী কেলেঙ্কারি, কর ফাঁকিসহ অনেক অভিযোগ আছে সিআর সেভেনের বিরুদ্ধে। এ কারণেই নাকি আসন্ন গ্রীষ্মে আন্তর্জাতিক চ্যাম্পিয়ন্স কাপে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন না রোনাল্ডো। এদিকে অনুমিতভাবেই শুধু জরিমানা দিয়ে চ্যাম্পিয়ন্স লীগে নিষেধাজ্ঞা হওয়া থেকে পার পেয়েছেন রোনাল্ডো। এ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে গোল করার পর অশোভন আচরণের জন্য তাকে ২০ হাজার ইউরো জরিমানা করেছে উয়েফা। এর ফলে চ্যাম্পিয়ন্স লীগের শেষ আটে খেলতে কোন বাধা রইলো না সিআর সেভেনের। আগামী ১০ এপ্রিল প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ডাচ ক্লাব আয়াক্সের মুখোমুখি হবে জুভেন্টাস। প্রাক-মৌসুম প্রতিযোগিতায় নিজেদের খেলার ব্যাপারে এরই মধ্যে নিশ্চিত করেছে তুরিনের ওল্ড লেডিরা। কিন্তু আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানাচ্ছে, ইভেন্ট আয়োজকরা এটা নিশ্চিত করার সিদ্ধান্ত নিয়েছে যে, জুভদের কোন ম্যাচ যাতে যুক্তরাষ্ট্রে না হয়। কারণ ধর্ষণের অভিযোগে সেখানে রোনাল্ডোর বিরুদ্ধে তদন্ত চলছে। ফলে সিআর সেভেনের আটক এড়াতেই এই সিদ্ধান্ত নিচ্ছে তার ক্লাব। এর ফলে আন্তর্জাতিক চ্যাম্পিয়ন্স কাপে ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ম্যাচ দুটি সিঙ্গাপুর ও চীনে খেলবে জুভেন্টাস। আর এ বিষয়ে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ঘোষণা করবে ক্লাব। ২০০৯ সালে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের হোটেলে ক্যাথরিন মায়োরগা নামে এক মহিলাকে ধর্ষণ করার অভিযোগ উঠে সিআর সেভেনের বিরুদ্ধে। যা নিয়ে বিপাকে আছেন পর্তুগীজ সুপারস্টার। তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে তদন্ত চলছে। সাক্ষ্য-প্রমাণের সঙ্গে তদন্ত কাজে রোনাল্ডোর কাছে তার ডিএনএ নমুনাও চাওয়া হয়েছে। ওই মডেলের দাবি, ২০০৯ সালে লাস ভেগাসের একটি এ্যাপার্টমেন্টে তাকে নিয়ে যান রোনাল্ডো। মায়োরগা যখন পোশাক বদলাচ্ছিলেন তখন পিছন থেকে হঠাৎ জাপটে ধরেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা। মায়োরগার আরও দাবি, বারবার তিনি আপত্তি জানিয়েছিলেন। তা সত্ত্বেও জোর করে সঙ্গম করেন তিনি। মার্কিন মডেল আদালতে যে নথি পেশ করেছিলেন সেই নথি অনুযায়ী ধর্ষণের পর নাকি তার কাছে ক্ষমাও চেয়েছিলেন রোনাল্ডো। ওই নারীর দাবি এরপর রোনাল্ডোর চোখেমুখে অপরাধবোধ ফুটে উঠেছিল। বারবার ক্ষমা চেয়ে নিয়েছিলেন। এমনকি নতজানু হয়ে ঘটনা প্রকাশ্যে না আনার জন্য অনুরোধও করেন। অভিযোগ দাখিলের পর রোনাল্ডোর পক্ষ থেকে আপোসের প্রস্তাব আসে। পৌনে ৪ লাখ ডলারের আপোস হয়। কিন্তু ৯ বছর পর সম্প্রতি ‘মি টু’ আন্দোলনে উদ্বুদ্ধ হয়ে সেই আপোস ভেঙ্গে ফেলেছেন মায়োরগা। ক্যাথরিনের দাবি, ওই সময় শারীরিক সম্পর্কের জন্য মোটা অঙ্কের অর্থ দিয়েছিলেন রোনাল্ডো। ওই মডেলের সঙ্গে রোনাল্ডোর বেশকিছু ছবিও ভাইরাল হয়। তবে রোনাল্ডো ও তার আইনজীবী অভিযোগ অস্বীকার করেছেন।
×