ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নেইমারকে ছাড়া মাঠে নামছে ব্রাজিল

প্রকাশিত: ০৯:১৪, ২৩ মার্চ ২০১৯

  নেইমারকে ছাড়া মাঠে নামছে ব্রাজিল

স্পোর্টস রিপোর্টার ॥ সুপারস্টার নেইমারকে ছাড়া আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে মাঠে নামছে ব্রাজিল। রেকর্ড সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের প্রতিপক্ষ পানামা। পর্তুগালের পোর্তোতে এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ রাত ১১টায়। চোটের কারণে নেইমার না খেললেও ম্যাচটিতে অভিজ্ঞ ডিফেন্ডার মিরান্ডাকে দেখা যেতে পারে। যদিও ইতালিয়ান সিরি’এ লীগে ইন্টার মিলানের হয়ে ৩৪ বছর বয়সী এই ফুটবলার খুব একটা ফর্মে নেই। ইন্টার কোচ লুসিয়ানো স্পালেট্টি মিরান্ডার পরিবর্তে মিলান স্ক্রিনিয়ার ও স্টিফান ডি ভ্রিজের ওপরই বেশি আস্থা রাখছেন। মিরান্ডা অবশ্য এখনই জাতীয় দলকে বিদায় বলছেন না। সর্বোচ্চ পর্যায়ে যতদিন সম্ভব খেলতে চান তিনি। ২০২০ কাতার বিশ্বকাপ পর্যন্ত তার খেলার ইচ্ছা আছে। ঘাতক চোটের কারণে রাশিয়া বিশ্বকাপে খেলতে পারেননি ব্রাজিলের আরেক তারকা ডিফেন্ডার দানি আলভেজ। এক বছরের বিরতি শেষে আন্তর্জাতিক ফুটবলে ফেরার অপেক্ষায় ছিলেন পিএসজির এই ফুটবলার। তবে আপাতত তা আর হচ্ছে না। চোট পেয়ে ছিটকে গেছেন সাবেক বার্সিলোনা ডিফেন্ডার। পানামা ও চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে প্রীতি ম্যাচের জন্য আলভেজকে নিয়ে গত ২৮ ফেব্রুয়ারি দল ঘোষণা করেন ব্রাজিল কোচ টিটে। কিন্তু লীগ ওয়ানে মার্শেইয়ের বিপক্ষে ৩-১ গোলে পিএসজির জেতা ম্যাচে লাফিয়ে হেড করতে গিয়ে পড়ে বাঁ পায়ের হাঁটুতে চোট পান ৩৫ বছর বয়সী এই রাইটব্যাক। ব্রাজিলের ফুটবল সংস্থা আলভেজের চোট পাওয়ার খবরটি নিশ্চিত করে। ১২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে দেশের হয়ে ১০৮ ম্যাচ খেলা আলভেজ সর্বশেষ ব্রাজিলের হয়ে মাঠে নেমেছিলেন ২০১৮ সালের মার্চে। তার জায়গায় করিস্থিয়ান্সের রাইটব্যাক ফাগনারকে দলে নেয়া হয়েছে। টিটের দলে আগে থেকেই আছেন আরেক রাইটব্যাক ম্যানচেস্টার সিটির ডানিলো। ক’দিন আগে এ্যাটলেটিকো মাদ্রিদের লেফটব্যাক ফিলিপে লুইসও চোট পেয়ে ছিটকে পড়েন। আর আগে থেকেই নেইমার দলের বাইরে। যে কারণে দুর্বল প্রতিপক্ষ হলেও ব্রাজিল বেশ সতর্ক হয়েই মাঠে নামার অপেক্ষায়। তবে নেইমারের অনুপস্থিতি অবশ্যই অনুভূত হবে বলে স্বীকার করেছেন ইংলিশ ক্লাব এভারটনের ব্রাজিলয়ান ফরোয়ার্ড রিচারলিসন। অবশ্য অধিনায়কের শূন্যতা পূরণের জন্য সহযোগিতা করার ব্যাপারে আত্মবিশ্বাসী মনোভাব ব্যক্ত করেছেন ২১ বছর বয়সী এই তরুণ ফরোয়ার্ড। গত জানুয়ারিতে প্যারিস সেইন্ট জার্মেইনের হয়ে খেলার সময় পায়ের মেটাটারসাল ইনজুরিতে আক্রান্ত হয়ে বর্তমানে বিশ্রামে আছেন নেইমার। এ কারণে পানামা ও চেক প্রজাতন্ত্রের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে খেলতে পারছেন না সাবেক বার্সিলোনা তারকা। দক্ষিণ আমেরিকান জায়ান্টদের জন্য নেইমারের গুরুত্ব কতটা তা রিচারলিসন বেশ ভালভাবেই উপলব্ধি করতে পারছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, আমি মনে করি সত্যিকার অর্থেই নেইমারকে সবাই মিস করবে। সে একজন অসাধারণ খেলোয়াড়। কিন্তু আমি প্রস্তুত আছি। সবাই নিজেদের দায়িত্ব সম্পর্কে জানে। নিজের সেরাটা দেয়ার জন্য সবাই মুখিয়ে আছে। আর এভাবেই জাতীয় দলকে আমরা জয় উপহার দিতে পারি। এটা ঠিক যে কঠিন ম্যাচকে সবসময়ই সহজ করে তোলে নেইমার। সঙ্গত কারণেই সে খেলতে পারছে না। তবে আমাদের চেষ্টা করতে হবে তার অনুপস্থিতি পূরণ করতে। নবেম্বরে ক্যামেরুনের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচে জয়সূচক গোলটি করেছিলেন রিচারলিসন। তিনি আরও বলেন, আমি যখন প্রথমবারের মতো জাতীয় দলে সুযোগ পাই সর্বোচ্চ গোলদাতা হওয়াই আমার লক্ষ্য ছিল। প্রতিটি ম্যাচেই আমি গোল করতে চাই। ক্লাব ফুটবলেও আমি অনেক গোল করেছি যা জাতীয় দলে ধরে রাখতে চাই। ব্রাজিল কোচ টিটেও জয়ের বিষয়ে আশাবাদী। তিনি বলেন, আমরা পানামাকে খাটো করে দেখছি না। তবে জয় ছাড়াও ভাবছি না। দলের সবাই আশাবাদী। ছেলেরা নিজের সেরাটা দিতে মুখিয়ে আছে। নেইমার প্রসঙ্গে টিটে বলেন, নিঃসন্দেহে ও আমাদের সেরা তারকা। ও দলে থাকলে সবাই আরও চাঙ্গা হয়। তবে নেইমারকে ছাড়াও সবাই ভাল করতে উদগ্রীব হয়ে আছে।
×