ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

গোল নেই সালাহর পায়ে

প্রকাশিত: ০৯:১৪, ২৩ মার্চ ২০১৯

 গোল নেই সালাহর পায়ে

স্পোর্টস রিপোর্টার ॥ রোমা থেকে লিভারপুলে যোগ দিয়েই বাজিমাত করেন মোহাম্মদ সালাহ। একের পর এক গোল করে নিজেকে নিয়ে যান অন্য এক উচ্চতায়। প্রতিপক্ষের বিপক্ষে নিয়মিত গোল করার কারণে তাকে ক্রিস্টিয়ানো রোনাল্ডো কিংবা লিওনেল মেসিদের সঙ্গে তুলনা করা হতো। অথচ সেই সালাহর পায়েই এখন গোল নেই। হ্যাঁ, অনেকের কাছে অবিশ্বাস্য মনে হলেও গত দুই মাসে সালাহর পা থেকে এসেছে মাত্র একটি গোল। বোর্নমাউথের বিপক্ষে জেতা ম্যাচে সর্বশেষ গোলের দেখা পেয়েছিলেন লিভারপুলের এই মিসরীয় ফরোয়ার্ড। তবে গোল না পেলেও সালাহার পারফর্মেন্সে হতাশ নন লিভারপুলের অভিজ্ঞ কোচ জার্গেন ক্লপ। বরং প্রিয় শিষ্যের প্রতি এখনও আস্থা রাখছেন তিনি। জার্গেন ক্লপের বিশ্বাস, খুব দ্রুতই স্বরূপে ফিরবেন সালাহ। সে জন্য কঠোর পরিশ্রম করতে হবে তাকে। এ প্রসঙ্গে লিভারপুলের অভিজ্ঞ কোচ বলেন, ‘মোহাম্মদ সালাহ ভাল আছে। সম্ভবত গোল থেকে একটু দূরে আছে সে। আমি নিশ্চিত শীঘ্রই ও গোলে ফিরবে।’ দলের সেরা তারকা সালাহ ছন্দে না থাকলেও খুব একটা সমস্যা হচ্ছে না লিভারপুলের। তার অভাবটা পুষিয়ে দিচ্ছেন আক্রমণভাগের আরেক তারকা সাদিও মানে। শেষ ১১ ম্যাচে ১১টি গোল করেছেন অল রেডদের এই সেনেগাল স্ট্রাইকার। শিষ্যের এই পারফর্মেন্সে ভীষণ খুশি ক্লপ। তিনি বলেন, ‘সালাহ যে কাজটা করতো এখন ঠিক সেটাই করছে মানে। হয়তো ওর (সালাহ) সময়টা খারাপ যাচ্ছে। কিন্তু সাদিও (মানে) এখন ভাল ফর্মে আছে। ও সেরা ছন্দে আছে এটাই সত্যি। মানে যা করছে ঠিক তাই করা উচিত সালাহর। শুধুই কাজ করা উচিত। সঠিক কাজটা করলে গোল আসবেই।’
×