ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রোহিঙ্গাদের ক্যাম্পে সীমাবদ্ধ রাখার দাবি

প্রকাশিত: ০৯:৪৬, ২৩ মার্চ ২০১৯

 রোহিঙ্গাদের ক্যাম্পে  সীমাবদ্ধ  রাখার দাবি

এইচএম এরশাদ, কক্সবাজার ॥ তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণকে সামনে রেখে আজ শনিবার (২৩ থেকে ২৫ মার্চ) পর্যন্ত রোহিঙ্গাদের ক্যাম্পের বাইরে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। রোহিঙ্গাদের ভোটের কাজে ব্যবহার এবং তাদের দিয়ে বিশৃঙ্খলা রোধে ইসির তিনদিনের এ নিষেধাজ্ঞা বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনেও ইসির নির্দেশে রোহিঙ্গাদের ক্যাম্প থেকে বাইরে যাওয়া-আসার ওপর কড়াকড়ি আরোপ করেছিল স্থানীয় প্রশাসন। স্থানীয়রা জানান, জাতীয় সংসদ নির্বাচনের একদিন আগে থেকে নির্বাচনের পরদিন পর্যন্ত উখিয়া টেকনাফের ৩০টি আশ্রয় শিবিরের কোন রোহিঙ্গাকে ক্যাম্প ছেড়ে বাইরে এসে রাস্তাঘাটে কোন রকমের গ্যাদারিং করতে দেখা যায়নি। ওই তিনদিন খুবই ভাল এবং ঝামেলামুক্ত ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা। স্থানীয় মুরব্বিরা প্রশ্ন তুলে জানান, এবারে উপজেলা নির্বাচনেও তিনদিনের জন্য রোহিঙ্গারা আশ্রয় শিবির ছেড়ে বাইরে আসবে না সত্য। তবে কেন? রোহিঙ্গারাতো মিয়ানমারের বাস্তুচ্যুত অনুপ্রবেশকারী মাত্র। তাদের মানবিক কারণে বাংলাদেশ সরকার এখানে আশ্রয় দিয়েছে। তারা সব সময় আশ্রয় শিবিরে থাকলে অসুবিধাটি কোথায়? রোহিঙ্গাদের জন্য আশ্রয় শিবিরের মধ্যেই রয়েছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের হাট। হাত বাড়ালেই সব কিছু পাচ্ছে রোহিঙ্গারা। ক্যাম্পের ভেতরেই দেয়া হয়ে থাকে ত্রাণ সামগ্রী। চিকিৎসা সেবাও দেয়া হয়ে থাকে ক্যাম্প অভ্যন্তরেই।
×