ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পুনর্নির্বাচন দাবিতে ৩০ মার্চ ঐক্যফ্রন্টের মানববন্ধন

প্রকাশিত: ১০:০০, ২৩ মার্চ ২০১৯

 পুনর্নির্বাচন  দাবিতে ৩০ মার্চ ঐক্যফ্রন্টের মানববন্ধন

স্টাফ রিপোর্টার ॥ পুনরায় জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন দাবিতে ৩০ মার্চ রাজধানীতে মানববন্ধন কর্মসূচী পালনের ঘোষণা দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। শুক্রবার বিকেলে পুরানা পল্টনে জামান টাওয়ারে জাতীয় ঐক্যফ্রন্টের কার্যালয়ে জোটের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না এ কর্মসূচী ঘোষণা করেন। এ সময় জাসদ (জেএসডি) সভাপতি আসম আবদুর রব জানান জাতীয় সংসদ নির্বাচনের অনিয়ম নিয়ে ঐক্যফ্রন্টের গণশুনানির রিপোর্ট আগামী সপ্তাহে প্রকাশ করা হবে। রব বলেন, এক সপ্তাহের মধ্যে গণশুনানির রিপোর্ট বই আকারে বাংলা এবং ইংরেজীতে প্রকাশ করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দেয়া হবে। তিনি বলেন, সরকার ভোটডাকাতির কথা স্বীকার করছে। নতুন নির্বাচনসহ বিভিন্ন দাবিতে মার্চ ও এপ্রিল জুড়ে ঐক্যফ্রন্টের ধারাবাহিক কর্মসূচী থাকবে। মাহমুদুর রহমান মান্না বলেন, পুনরায় জাতীয় সংসদ নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন, উপজেলা নির্বাচন, ডাকসু নির্বাচন ও নিরাপদ সড়কের দাবি ও গ্যাসের মূল্য বৃদ্ধির পাঁয়তারার প্রতিবাদে আগামী ৩০ মার্চ বেলা এগারোটায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করা হবে। ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ঐক্যফ্রন্ট নেতারা সকাল নয়টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন। আর ৩১ মার্চ বিকেল তিনটায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে স্বাধীনতা দিবসের আলোচনা সভা করা হবে। এ ছাড়াও এপ্রিল মাসজুড়ে বিভাগীয় এবং জেলা পর্যায়ে জাতীয় ঐক্যফ্রন্ট কর্মী সমাবেশ করবে। এ সময় নতুন নির্বাচনের দাবিতে আন্দোলন কর্মসূচীও পালন করা হবে। রব বলেন, বর্তমানে এক দলীয় শাসন নয়, এক ব্যক্তির শাসন চলছে। কালো টাকার মালিক, ঋণ খেলাপীদের এক পার্সেন্টের বিনিময়ে সব টাকা মওকুফ করে দেয়ার বিষয়ে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে আমরা তা প্রত্যাখ্যান করেছি। তিনি বলেন, স্বাধীনতা দিবসকে বিভিন্নভাবে খ-িত করা হচ্ছে। রব বলেন, দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। আমরা দাবি করেছিলাম নতুন নির্বাচনের, সরকার কর্ণপাত করেনি। আমরা আমাদের দাবিতে এখনও অনড় রয়েছি। ডাকসুতে ভোট ডাকাতি হয়েছে অভিযোগ করে তিনি বলেন, নিরাপদ সড়ক দিতে সরকার ব্যর্থ হয়েছে। উপজেলা নির্বাচনে কারচুপি ও ভোট ডাকাতির ঘটনা ঘটেছে। ভোটাররা ভোট দিতে যায়নি। ভোটকেন্দ্রে কুকুর শুয়ে আছে, নিরাপত্তাকর্মীরা ঘুমাচ্ছে এমন ছবিও প্রকাশ্যে এসেছে। রব বলেন, দেশে অহরহ অপহরণের ঘটনা ঘটছে। আইনশৃঙ্খলা বাহিনী তাদের উদ্ধার করতে পারছে না। এর রহস্য কী? আজ যুবসমাজ, ছাত্রসমাজ হতাশ। ব্যাংক থেকে টাকা চুরি হয়ে যাচ্ছে। সেই টাকা ফেরত আসার কোন সম্ভাবনা নেই। অর্থ লুটেরাদের ক্ষমা করে দেয়ার চেষ্টা করলেও গরিব কৃষকদের ঠিকই গ্রেফতার করছে। জেএসডি সভাপতি আ স ম আব্দুর রবের সভাপতিত্বে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকে জোটের আহ্বায়ক ড. কামাল ও মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন না। তবে বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাঃ জাফরউল্লাহ চৌধুরী, জেএসডি সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, নির্বাহী সভাপতি এ্যাডভোকেট সুব্রত চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, দলের নেতা শহীদুল্লাহ কায়সার, কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান প্রমুখ। ড. কামালের সংবাদ সম্মেলন আজ ॥ গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল আজ সংবাদ সম্মেলন ডেকেছেন। বিকেল চারটায় জাতীয় প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন হবে বলে গণফোরামের প্রশিক্ষণ সম্পাদক রফিকুল ইসলাম পথিক সাংবাদিকদের জানিয়েছেন। এতে নিরাপদ সড়ক. ডাকসু নির্বাচনসহ দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ড. কামাল হোসেন কথা বলবেন বলে তিনি জানান।
×