ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দ. কোরিয়ার সঙ্গে লিয়াজোঁ অফিস ছাড়ল উত্তর কোরিয়া

প্রকাশিত: ১০:০৫, ২৩ মার্চ ২০১৯

 দ. কোরিয়ার সঙ্গে  লিয়াজোঁ অফিস  ছাড়ল উত্তর  কোরিয়া

জনকণ্ঠ ডেস্ক ॥ কোরিয়া যুদ্ধের পর প্রথম দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথভাবে খোলা লিয়াজোঁ অফিস থেকে সরে এলো উত্তর কোরিয়া। নিয়মিতই দু’পক্ষে যোগাযোগের জন্য দুই কোরিয়ার সীমান্তের উত্তরের অংশে কায়েসং শহরে এ সংযোগ কার্যালয় খোলা হয়েছিল গতবছর সেপ্টেম্বরে। এতে দুই কোরিয়ার মধ্যে শান্তি ও সমৃদ্ধির পথে আরও এগিয়ে যাওয়ার নতুন আশা জেগে উঠেছিল। খবর ইয়াহু নিউজের। কিন্তু এখন সে অফিসই ছেড়ে দিচ্ছে উত্তর কোরিয়া। সিউল জানিয়েছে শুক্রবার তাদের সঙ্গে যোগাযোগ করে জানানো হয়েছে যে, দিনশেষেই অফিস ছেড়ে চলে যাচ্ছে উত্তর কোরিয়ার স্টাফরা। উত্তরের এ সিদ্ধান্তে দক্ষিণ কোরিয়া দুঃখ প্রকাশ করেছে এবং উত্তরের স্টাফদের যত দ্রুত সম্ভব ফিরে আসার আহ্বানও জানিয়েছে। গতমাসে ভিয়েতনামের হ্যানয়ে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যকার সম্মেলন ব্যর্থ হওয়ার পর পিয়ংইয়ং এ সিদ্ধান্ত জানাল। ভিয়েতনাম বৈঠক ব্যর্থ হওয়ার কয়েকঘণ্টা পর যুক্তরাষ্ট্র নতুন করে উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। দক্ষিণ কোরিয়ার ভাইস ইউনিফিকেশন মিনিস্টার চুন হায়ে-সুং এক সংবাদ ব্রিফিংয়ে বলেছেন, ‘উত্তর কোরিয়া ওপর মহলের নির্দেশে লিয়াজোঁ অফিস ছাড়ছে বলে আমাদের জানানোয় তা পালন করেছে। এক লিয়াজোঁ কর্মকর্তা আজ সকালেই যোগাযোগ করার সময় একথা জানান।’ গতবছর এ কার্যালয় স্থাপনকে দুই কোরিয়ার সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেই বিবেচনা করা হচ্ছিল। এ কার্যালয়ে দুই কোরিয়ার পক্ষ থেকে ২০ জন করে কর্মী রাখা হয়েছিল। দুই দেশই এ লিয়াজোঁ অফিসের মাধ্যমে ‘২৪ ঘণ্টায় ৩৬৫ দিনই সরাসরি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা’ করতে পারত। লিয়াজোঁ অফিস খোলার আগে দুই কোরিয়া কেবল ফ্যাক্স এবং বিশেষ টেলিফোন লাইনের মাধ্যমে যোগাযোগ করতে পারত। আর দু’পক্ষে সম্পর্ক খারাপ হয়ে গেলে এ যোগাযোগ প্রায়ই বিচ্ছিন্ন করে দেয়া হতো।
×