ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জননিরাপত্তা নিশ্চিতে ‘সেফ সিটি’ প্রকল্প ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ১০:০৬, ২৩ মার্চ ২০১৯

 জননিরাপত্তা নিশ্চিতে ‘সেফ সিটি’ প্রকল্প ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর ট্রাফিক শৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণসহ জননিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্রমন্ত্রণালয় ‘সেফ সিটি’ নামে একটি প্রকল্প হাতে নিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। এ প্রকল্পে ক্যামেরার মাধ্যমেই সিটিতে ঘটা সকল অস্বাভাবিক ঘটনা সহজেই নির্ণয় করতে সক্ষম হবে পুলিশ। শুক্রবার দুপুর ১টার দিকে রাজধানীর মগবাজারের আমবাগান এলাকায় বায়তুল হাসান (র) জামে মসজিদের নির্মাণ কাজের শুভ উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, শহরের নিরাপত্তায় আমরা সেইফ সিটির একটি প্রোগ্রাম হাতে নিয়েছি। যেখানে ট্রাফিক নিয়ন্ত্রণ, অপরাধ নিয়ন্ত্রণসহ অস্বাভাবিক কোন কিছু ঘটলে সেইফ সিটির মাধ্যমে পুলিশ ক্যামেরার সাহায্যে তা নিয়ন্ত্রণ করতে পারবে। প্রকল্পটি নিয়ে আমাদের বিশেষজ্ঞরা কাজ করছেন। আশা করি সরকারের এ মেয়াদের মধ্যে আমরা সেইফ সিটি প্রকল্পে চলে যেতে পারব। তখন আমাদের শুধু রাস্তাঘাটের উন্নয়নই নয়, সবকিছুই সুন্দর একটি পরিবেশের মধ্যে হয়ে উঠবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা দেখেছেন আমাদের পুলিশ সদস্যরা ফিটনেসবিহীন গাড়িগুলো জব্দ করছে। কিন্তু সবাই মিলে সহযোগিতা না করলে আমরা সফল হতে পারব না। চালকদের পাশাপাশি পথচারী, জনপ্রতিনিধিসহ সবাইকে সহযোগিতা করতে হবে, শৃঙ্খলা রক্ষায়। মন্ত্রী আরও বলেন, বাংলাদেশ যে মসজিদের দেশ হিসেবে পরিণত হয়েছে সেটা আবার প্রমাণিত হয়েছে। আমাদের দেশের জনগণ নিজ নিজ ধর্ম সুন্দর, স্বাধীনভাবে পালন করছেন। দেশের মানুষ জঙ্গীবাদ, সন্ত্রাসবাদকে আশ্রয়-প্রশ্রয় দেন না। যে কারণে আমাদের দেশে তেমন কোন হুমকি নেই বলেও উল্লেখ করেন মন্ত্রী।
×