ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফতুল্লায় যুবলীগের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

প্রকাশিত: ১৩:০২, ২৩ মার্চ ২০১৯

 ফতুল্লায় যুবলীগের  দু’গ্রুপের সংঘর্ষ,  আহত ১৫

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ জেলার সদর উপজেলার ফতুল্লার রামারবাগে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন দুই পক্ষের অন্তত ১৫ নেতাকর্মী। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ৬০-৭০টি দোকানপাট ও সড়কের বাতি ভাঙচুর করা হয়। উভয় পক্ষকেই দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দিতে দেখা যায়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, যুবলীগের মোস্তফা গ্রুপের সঙ্গে দীর্ঘদিন ধরেই আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলছিল একই এলাকার যুবলীগের প্রতিপক্ষ গিয়াসউদ্দিন গ্রুপের। শুক্রবার মাদক বিরোধী অভিযানের মিছিল চলাকালে মোস্তফা গ্রুপের এক সদস্যকে পিটিয়ে গুরুতর জখম করে গিয়াসউদ্দিনের লোকজন। মারধর শেষে যাওয়ার সময় মোস্তফা গ্রুপের সদস্যরা লাঠিসোঁটা, লোহার পাইপ, রামদা ও ধারালো অস্ত্রশস্ত্রসহ হামলা চালায় গিয়াসউদ্দিন গ্রুপের লোকজনদের ওপর। এ সময় ১৫ জন আহত হন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ২ জনকে ঢাকা মেডিক্যাল ও ২ জনকে পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত অন্যদের শহরের খানপুর ৩শ’ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
×