ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

১ এপ্রিল থেকে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

প্রকাশিত: ০০:৩২, ২৩ মার্চ ২০১৯

১ এপ্রিল থেকে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

অনলাইন রির্পোটার ॥ পয়লা এপ্রিল থেকে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা। প্রশ্নফাঁস ঠেকাতে এবার পরীক্ষাকন্দ্রেগুলো বাড়তি নজরদারির আওতায় আনা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি করতে ১০ টি টিম কাজ করবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। সম্প্রতি শেষ হওয়া এসএসসি পরীক্ষায় প্রশ্নফাঁসের কোন অভিযোগ ছিল না। তারপরও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন দেয়ার নাম করে বিজ্ঞাপন দিয়ে প্রতারণা করে বেশ কয়েকটি চক্র। আগামী ১ এপ্রিল থেকে শরু হচ্ছে এইচএসসি পরীক্ষা।এবার নিয়মিত এবং অনিয়মিত শিক্ষার্থীদের পরীক্ষা কক্ষ হবে আলাদা। আবাসিক এলাকায় কোন পরীক্ষা কেন্দ্র বসবে না। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, গুজব ঠেকাতে প্রতারক চিহ্নিত করার সাথে সাথে দৃষ্টান্তমুলক শাস্তি দিতে হবে। অভিভাবকরা বলছেন, সব পরীক্ষার সময় একই রকম পরিবেশ বজায় রাখতে হবে। এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেবে প্রায় ১২ লাখ পরীক্ষার্থী।
×