ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এমপিওভুক্তির দাবিতে চতুর্থ দিনের মতো শিক্ষকদের অবস্থান কর্মসূচি

প্রকাশিত: ০০:৫৭, ২৩ মার্চ ২০১৯

এমপিওভুক্তির দাবিতে চতুর্থ দিনের মতো শিক্ষকদের অবস্থান কর্মসূচি

অনলাইন রির্পোটার ॥ এমপিওভুক্তির দাবিতে চতুর্থ দিনের মতো জাতীয় প্রেসক্লাবের সামনে সড়কের একাংশ বন্ধ করে কর্মসূচি পালন করছেন নন-এমপিও শিক্ষক-কর্মচারীরা। এতে সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। আন্দোলনরত শিক্ষকরা জানান, ২০১৮ সালে তৎকালীন শিক্ষামন্ত্রী দাবি পূরণের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি। তাই এবার আশ্বাস নয়, দাবি পূরণে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ এবং হস্তক্ষেপ চান তারা। দীর্ঘদিন বেতন-ভাতা না পাওয়ায় কষ্টে দিন কাটাতে হচ্ছে বলেও জানান আন্দোলনকারীরা। বুধবার থেকে এমপিওভুক্তির দাবিতে আন্দোলন শুরু করেন সারাদেশের নন এমপিও শিক্ষকরা। বৃহস্পতিবার দুপুরে, প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা করলে কদম ফোয়ারা এলাকায় তাদের বাধা দেয় পুলিশ। পরে সেখানেই অবস্থান নেন তারা। এরই মধ্যে কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন বলেও দাবি আন্দোলনকারীদের।
×