ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজধানীতে গণপরিবহনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

প্রকাশিত: ০১:৩৮, ২৩ মার্চ ২০১৯

রাজধানীতে গণপরিবহনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

অনলাইন রিপোর্টার ॥ সড়কে শৃঙ্খলা ফেরাতে রাজধানীতে জাতীয় সংসদ ভবনের বিপরীত পাশে শেরেবাংলা নগরে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটি ভ্রাম্যমাণ আদালত গণপরিবহনে অভিযান পরিচালনা করছে। শনিবার সকাল সাড়ে ১০টা থেকে এ অভিযান শুরু হয়। অভিযানের নেতৃত্ব দেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর নাহিদ হাসান। সরেজমিনে দেখা যায়, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই সড়কে চলা গণপরিবহনের কাগজপত্র, ফিটনেস ও চালকের লাইসেন্স পরীক্ষা করা হচ্ছে। যাদের কাগজপত্রে অনিয়ম পাচ্ছেন, তাদের জরিমানা করছেন। অভিযান চলাকালীন সময়ে ম্যাজিস্ট্রেট মীর নাহিদ হাসান বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অঞ্চল-৫ এ ভ্রাম্যমাণ আদালত অভিযান চালাচ্ছে। এ সময় যেসব গাড়ির কাগজপত্র নেই। অতিরিক্ত যাত্রী বহন করছে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এক ঘণ্টা ধরে চলতে থাকা এ অভিযানে এখন পর্যন্ত ৫ টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
×