ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হবিগঞ্জে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধন

প্রকাশিত: ০৪:২০, ২৩ মার্চ ২০১৯

হবিগঞ্জে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ ॥ বর্তমান ও ভবিষ্যত প্রজন্মকে ৭১’এর চেতনায় উদ্বুদ্ধকরণ ও সঠিক ইতিহাস জানাতে হবিগঞ্জের স্বনামধন্য বিদ্যাপিঠ বি,কে,জি,সি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্বোধন হলো ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার’। মুক্তিযোদ্ধার সন্তান ও নবাগত জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদের আন্তরিক উদ্যোগ ও ব্যক্তিগত তদারকিতে নির্মিত এই কর্ণারটি সংশ্লিস্ট স্কুলের একটি কক্ষে তিনি নিজেই আজ শনিবার সকাল ১১ টায় উদ্বোধন করেন। এসময় সংশ্লিস্ট স্কুল শিক্ষার্থীরা ছাড়াও অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, এডিসি (রেভিনিউ) নুরুল ইসলাম, এডিসি (জেনারেল) ফজলুল জাহিদ পাভেল, আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা কর্তৃক গঠিত জেলা স্বাক্ষী ও ভিকটিম সুরক্ষা কমিটির মেম্বার ও জেলা ৭১’এর ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি সাংবাদিক রফিকুল হাসান চৌধুরী তুহিন, প্রধান শিক্ষক শুধাংশু কুমার কর্মকার, শিক্ষক মোঃ হাবিবুর রহমান, মোঃ আব্দুল কবির, মোঃ সফিউল আলম ও পূর্ণিমা রানী দাশ তালুকদার। বলাবাহুল্য, ডিসি মুরাদ হবিগঞ্জের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নেয়ার পরপরই জেলা শহর হবিগঞ্জ সহ ৯ টি উপজেলার বিভিন্ন সরকারী-বেসরকারী স্কুল-কলেজ ও মাদ্রাসা সহ নানা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার স্থাপনে বিশেষ উদ্যোগী হন।
×