ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাধবপুরে চা শ্রমিকদের মধ্যে ভাতার চেক বিতরণ করেন বিমান মন্ত্রী

প্রকাশিত: ০৭:৩৪, ২৩ মার্চ ২০১৯

মাধবপুরে চা শ্রমিকদের মধ্যে ভাতার চেক বিতরণ করেন বিমান মন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, মাধবপুর, হবিগঞ্জ ॥ মাধবপুরে পাঁচটি চা বাগানের ৪ হাজার ৫ শ ১৪ জন চা শ্রমিক ও নৃ তাত্ত্বিক জন গোষ্টির জীবনমান উন্নয়ন কর্মসূচির এককালীন অনুদান এবং বয়স্ক ,বিধবা ,প্রতিবন্ধি শিক্ষা উপবৃত্তির ২ কোটি ৫৩ লাখ ৪ হাজার টাকার ভাতা বিরতন করা হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ হল রুমে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ভাতা বিরতন করেন। এ উপলক্ষ্যে উপজেলা নিবার্হী কর্মকর্তা মল্লিকা রানি দে’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাব্ েবক্তব্য রাখেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি। মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্টিত সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পৌর মেয়র হিরেন্দ্র লাল সাহা,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব আতিকুর রহমান আতিক, মুক্তিযোদ্ধা সুকোমল রায়, হবিগঞ্জ জেলা সমাজ সেবার উপ-পরিচালক হাবিবুর রহমান,ইউপি চেয়ারম্যান তৌফিকুল আলম চৌধুরী, শাহাব উদ্দিন, ফারুক পাঠান, আপন মিয়া, আরিফুর রহমান আরিফ, সমাজ সেবা কর্মকর্তা সোলাইমান মজুমদার, আইয়ুব খান,চা শ্রমিক নেতা রবীন্দ্র গৌড়, সাইমন মরমু প্রমুখ ।
×