ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

তৃণমূলের নতুন লোগো, মুছে গেল কংগ্রেস

প্রকাশিত: ০৮:৩৪, ২৪ মার্চ ২০১৯

তৃণমূলের নতুন লোগো, মুছে গেল কংগ্রেস

বদলে গেছে তৃণমূলের লোগো। তেরঙা দাপট ঘুচিয়ে নীল-সাদা আভা উজ্জ্বল হয়ে উঠেছে জোড়াফুল প্রতীকটাকে ঘিরে। সযত্নে বাড়ানো হয়েছে সবুজ রঙের উপস্থিতি। আর দলের জন্মের ২১ বছরের মাথায় লোগো থেকে খসে গেছে ‘কংগ্রেস’ শব্দটা। মোটা হরফে একটাই শব্দ- তৃণমূল। তার নিচে লেখা হয়েছে ‘আমার, আপনার, বাংলার’। সচেতনভাবেই যে বদলানো হয়েছে দলের লোগো, সে বিষয়ে তৃণমূলের প্রায় সব স্তরই ওয়াকিবহাল। ফলে গ্রামগঞ্জেও প্রচারে, দেয়াল লিখনে নতুন নক্সা ব্যবহার করতে ভুল হচ্ছে না কর্মীদের। ১৯৯৮ সালে দলের আত্মপ্রকাশের সময়ে লোগো তৈরি হয়েছিল যার হাতে, ২১ বছর পরে এই নতুন লোগোর নেপথ্যেও কিন্তু সেই মমতা ব্যানার্জিরই মস্তিষ্ক। সে কাজে তাঁকে সাহায্য করেছেন অভিষেক ব্যানার্জি। নতুন লোগোতে ‘আমার, আপনার, বাংলার’-এই স্লোগানেই কিন্তু নিহিত গোটা বাংলার প্রতিনিধি হিসেবে তৃণমূলকে তুলে ধরার প্রয়াস। বাংলার মানুষের আশা-আকাক্সক্ষা নিয়ে একমাত্র তৃণমূলই ভাবে, বাংলার সব শ্রেণীর নাগরিকদের আশা-আকাক্সক্ষা পূরণের সক্ষমতা একমাত্র তৃণমূলেরই রয়েছে- এই বার্তা দেয়ার চেষ্টা তো রয়েছেই। বাংলার জন্য বিজেপিকে প্রয়োজন নেই, বাঙালী সমাজের অন্তর্লীন চেতনার সঙ্গে বিজেপির ভাবধারা মেলে না, বিজেপি আসলে এ রাজ্যে বহিরাগত এবং মূলত মোদী-শাহের মতো বহিরাগতদের ভরসাতেই বিজেপি বাংলায় নিজের প্রভাব বাড়ানোর চেষ্টা করছে- সুকৌশলে দেয়ার চেষ্টা হয়েছে এই বার্তাও। বলছেন বিশ্লেষকরা। তা হলে প্রথমত, নিজের স্বতন্ত্র অস্তিত্ব স্পষ্ট করে তোলা এবং দ্বিতীয়ত, জাতীয় রাজনীতিতে বাংলার সবচেয়ে মজবুত প্রতিনিধি হিসেবে তৃণমূলকে তুলে ধরা- নতুন লোগোয় কি মূলত এই দুটোই বার্তা মমতার? বিশ্লেষকরা বলছেন, আরও কিছু গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে। সেগুলো প্রকাশ পেয়েছে রঙের ব্যবহারে। রাহুল গান্ধীর নেতৃত্বাধীন যে কংগ্রেসকে আজ দেশ দেখছে, তার থেকে যে তিনি নিজের রাজনীতিকে ক্রমাগত অনেক দূরে সরিয়ে নিচ্ছেন, তা বোঝাতে তেরঙা ব্যাকড্রপ সরে গেছে। নীল-সাদার উজ্জ্বল উপস্থিতিকে তৃণমূলের নিজস্ব রং হিসেবে তুলে ধরার চেষ্টা হয়েছে। আর বেড়েছে সবুজের উপস্থিতি। জোড়াফুল প্রতীকটার নিচে লোগোর যে অংশ, সেটা পুরোটাই সবুজ। শুধু প্রতীকের নিচের বাঁ দিকের কোনায় ছোট্ট এককুচি গেরুয়া। স্পষ্ট বুঝিয়ে দেয়ার চেষ্টা হয়েছে, গেরুয়া রঙের দাপট বাংলার রাজনীতিতে অচল। বুঝিয়ে দেয়ার চেষ্টা হয়েছে, গেরুয়া দল বাংলার দল নয়, বাংলার প্রতিনিধিত্ব করবে নীল-সাদা-সবুজের তৃণমূলই। কিন্তু তৃণমূল শুধু বাংলায় তো লড়বে না। অসম, ঝাড়খ-, উড়িষ্যাসহ বেশ কয়েকটি রাজ্যে তৃণমূল প্রার্থী দিচ্ছে। ‘আমার, আপনার, বাংলার’- এই স্লোগান তো ওই সব রাজ্যে চলবে না। সে ক্ষেত্রে লোগো কী রকম হবে? তৃণমূল সূত্র জানায়, দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে গুরুত্ব দেয়ার নীতি মাথায় রেখেই ওই সব রাজ্যের জন্য লোগো তৈরি হবে। বৈদ্যুতিক ভোটযন্ত্রে দলের নতুন লোগো দেখা যাবে না। সেখানে সাদা-কালো জোড়াফুলই থাকবে।-আনন্দবাজার
×