ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মুয়েলারের তদন্ত রিপোর্ট পেশ

প্রকাশিত: ০৮:৩৫, ২৪ মার্চ ২০১৯

মুয়েলারের তদন্ত রিপোর্ট পেশ

২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারের সময় ট্রাম্প শিবিরের সঙ্গে রাশিয়ার আঁতাত সত্যিই হয়েছিল কি না- তা তদন্ত করে শুক্রবার প্রতিবেদন জমা দিয়েছেন বিশেষ কৌঁসুলি রবার্ট মুয়েলার। গত দুই বছর ধরে যুক্তরাষ্ট্রের এই কৌঁসুলি বহুল প্রতিক্ষিত ও আলোচিত প্রতিবেদনটি তৈরিতে কাজ করেন। রবার্ট মুয়েলারের নিয়োগের সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই তদন্তকে ¯্রফে ‘ভৌতিক তদন্ত’ বলে উড়িয়ে দেন। অপরদিকে বিরোধী শিবির বলেছে, ট্রাম্পের প্রচার শিবিরের সঙ্গে রুশ যোগাযোগ প্রমাণিত হলে ট্রাম্প ইমপিচমেন্টের মুখোমুখি হতে পারেন। খবর এএফপি ও বিবিসির। রবার্ট মুয়েলারের এই প্রতিবেদন অত্যন্ত গোপনীয় হলেও মার্কিন এ্যাটর্নি জেনারেল বিল বার কংগ্রেসকে লেখা এক চিঠিতে জানিয়েছেন তিনি চলতি সপ্তাহান্তের মধ্যে এই তদন্তের মূল বিষয়গুলোর একটি সার-সংক্ষেপ জমা দিতে পারেন। মুয়েলারের এই তদন্ত প্রতিবেদনে মস্কোর সঙ্গে ট্রাম্পের আঁতাতের নজিরবিহীন সকল অভিযোগের তথ্য উঠে এসেছে। এমনি গত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিনটনের হতাশাজনক পরাজয়ের পর ট্রাম্পের সঙ্গে রাশিয়ার সম্পর্কের বিষয়টিও তদন্তে অন্তর্ভুক্ত রয়েছে। ডোনাল্ড ট্রাম্প ভৌতিক তদন্তের শিকার এই অভিযোগ করার পরও গত বছর মার্কিন কংগ্রেসের নি¤œকক্ষের নিয়ন্ত্রণ পায় তার বিরোধী শিবির। ডেমোক্র্যাটরা কংগ্রেসে দাবি করে মস্কোর সঙ্গে ট্রাম্পের আঁতাত প্রশ্নে ট্রাম্পকে বিস্তারিত বলতে হবে। রবার্ট মুয়েলার ভিয়েতনাম যুদ্ধের একজন চৌকস সেনা। আবার এফবিআইয়ের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। গত ২২ মাস ধরে নিরপেক্ষ ও গোপনীয়ভাবে এই প্রতিবেদন তৈরি করেন মুয়েলার। এ ঘটনা তদন্তে রবার্ট মুয়েলারের দায়িত্ব শেষ হয়েছে। এখন মার্কিন এ্যাটর্নি জেনারেল বিল বারের দায়িত্ব তিনি ঠিক কত দ্রুত এই রিপোর্ট জনসম্মুখে প্রকাশ করবেন। বিল বার ট্রাম্পের নিয়োগকৃত এ্যাটর্নি। মুয়েলারের পেশ করা প্রতিবেদনটি পুরোপুরি প্রকাশের জন্য মার্কিন জনগণ ও রাজনৈতিক মহলের প্রবল চাপ রয়েছে। এ বিষয়ে শুক্রবার বিল বার বলেন, তিনি যতদ্রুত সম্ভব অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে এই প্রতিবেদন প্রকাশ করবেন। মার্কিন বিচার বিভাগ ইতোমধ্যে এ তদন্তের একটি গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছে। তদন্তে রবার্ট মুয়েলার অন্তত তিন ডজন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এ কাজে জড়িত থাকার জন্য দায়ী করেন। এদের মধ্যে ২৫ জন রুশ নাগরিক ও ট্রাম্পের সাবেক ছয় সহযোগীর নাম রয়েছে। তবে এসব ব্যক্তির মধ্যে ট্রাম্পের অত্যন্ত কাছের লোক যেমন তার ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র, ট্রাম্প পরিবারের অত্যন্ত প্রভাবশালী তার জামাতা জারেড কুশনার প্রসঙ্গে কোন ইঙ্গিত করা হয়নি। শুক্রবার রবার্ট মুয়েলারের এই প্রতিবেদন জমা দেয়ার আগে ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডার মার এ লাগো গলফ ক্লাব রিসোর্টে অবস্থান করছিলেন। এ বিষয়ে ট্রাম্প আপাতত কোন মন্তব্য না করলেও তার মুখপাত্র সারাহ স্যান্ডার্স এক বিবৃতিতে বলেন, পরবর্তী পদক্ষেপ এখন বিল বারের ওপর নির্ভর করছে।
×