ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সানায় ফের সৌদি বিমান হামলা

প্রকাশিত: ০৮:৩৬, ২৪ মার্চ ২০১৯

সানায় ফের সৌদি বিমান হামলা

দরিদ্রপীড়িত ইয়েমেনের রাজধানী সানায় সৌদি আরব নতুন করে বিমান হামলা চালিয়েছে। ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনাবাহিনী সৌদি আরবের একটি ড্রোন ভূপাতিত করার পর সৌদি বাহিনী ধারাবহিকভাবে বিমান হামলা চালায়। -খবর ওয়েবসাইট। স্থানীয় সূত্রের খবর অনুসারে, সৌদি বিমানগুলো শনিবার যেসব স্থানে হামলা চালিয়েছে তার মধ্যে সানার আদ-দাইলামি বিমানঘাঁটিও রয়েছে। তবে সৌদি হামলায় কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা বিস্তারিত জানা যায় নি। এর আগে, ইয়েমেনের সেনারা গোয়েন্দা মিশনে থাকা সৌদি আরবের একটি এমকিউ-১ প্রিডেটর ড্রোন ভূপাতিত করে। রাজধানী সানার উত্তরাঞ্চলে ড্রোনটি ভূপাতিত করা হয়। ২০১৫ সালে সৌদি আরব ইয়েমেনে সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত প্রায় ২০টি ড্রোন ভূপাতিত করেছে হুতি সমর্থিত সেনারা। এমকিউ-১ ড্রোন মার্কিন জেনারেল অ্যাটোমিক কোম্পানির তৈরি এবং এটি প্রথম দিকে শুধুমাত্র যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ ব্যবহার করত। পানামার সাবেক প্রেসিডেন্ট মার্টিনেলির ২১ বছর কারাদ- হতে পারে পানামার সাবেক প্রেসিডেন্ট রিকার্ডো মার্টিনেলির ২১ বছরের জেল হতে পারে। ক্ষমতায় থাকাকালে বিরোধী রাজনৈতিক নেতা, সাংবাদিক ও ব্যবসায়ী নেতাদের ওপর গুপ্তচরবৃত্তির অভিযোগ প্রমাণিত হলে তাকে এ সাজা দেয়া হবে। শুক্রবার রাষ্ট্রপক্ষের আইনজীবীরা একথা জানান। খবর এএফপির। মার্টিনেলি ২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন। প্রসিকিউটর রিকোউরতে গঞ্জালেজ বলেন, মার্টিনেলি ক্ষমতায় থাকাকালে বিরোধী মতকে দমনে গুপ্তচরবৃত্তির জন্য ‘রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেন।’ তিনি ওই সময়ে প্রায় ১৫০ ব্যক্তির টেলিফোনসহ বিভিন্ন যোগাযোগ মাধ্যম অবৈধভাবে ট্যাপ করেন। যদিও মার্টিনেলির আইনজীবী এ্যাটর্নি কার্লোস ক্যারিলো বলেন, এই সব অভিযোগের সঙ্গে মার্টিনেলির সম্পৃক্ততা প্রমাণ করা অসম্ভব।
×