ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাউফলে বেড়েই চলছে নির্বাচনী সহিংসতা আহত ৩০

প্রকাশিত: ০৮:৩৯, ২৩ মার্চ ২০১৯

বাউফলে বেড়েই চলছে নির্বাচনী সহিংসতা আহত ৩০

নিজস্ব সংবাদদাতা, বাউফল ॥ বাউফল উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা বেড়েই চলছে। আর এ সহিংসতার জন্য ঘোড়া মার্কার প্রার্থী মজিবুর রহমান মুন্সীর কর্মী সমর্থকদের দায়ি করেছেন নৌকা মার্কার প্রার্থী। শনিবার সকালে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় জনতা ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে নৌকা মার্কার প্রার্থী আবদুল মোতালেব হাওলাদার তার লিখিত বক্তব্যে বলেন, নির্বাচনী পরিবেশ বিনষ্ট করতে ঘোড়া মার্কার প্রার্থী মজিবুর রহমান মুন্সীর নির্দেশে তার কর্মী সমর্থকরা বিভিন্ন স্থানে নৌকার কর্মী সমর্থকদের উপর হামলা চালাচ্ছেন। শুক্রবার রাতে বাউফল সদর ইউনিয়নের অলিপুরা বাজারে নৌকার কর্মী ও সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক কামরুজ্জামান লিটু মোল্লার উপর হামলা চালানো হয়। এসময় তাকে রক্ষা করতে এসে তার ছেলে লিমনও হামলার শিকার হন। এসময় তার মটর সাইকেলটি ভাংচুর করা হয়। লিটু মোল্লাকে আশংকাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই দিন বিকালে নওমালা ইউনিয়নের নয়ার হাটে নৌকা মার্কার পূর্ব নির্ধারিত সমাবেশে ঘোড়া মার্কার প্রার্থী মজিবুর রহমানের নির্দেশে সিপন, জামসেদ, সাহাবুদ্দিন, মেহেদী, তোয়েল, সাইফুল ও রুদ্রসহ শতাধিক কর্মী সমর্থক হামলা চালায়। এতে নওমালা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক কামাল হোসেন বিশ্বাস, যুবলীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ও বাউফল সদর ইউনিয়নের ছাত্রলীগ নেতা সোহেলসহ ১৫-২০ জন কর্মী সমর্থক আহত হয়। অথচ ওই দিন ঘোড়া মার্কার প্রার্থীর নয়ার হাট বাজারে পূর্ব নির্ধারিত কোন প্রচারনা ছিলনা। উপজেলা প্রশাসন ও থানা পুলিশের কাছে তার প্রেরিত লিখিত সফর সূচি ছিল কালীশুরি ও নুরাইনপুরে। তিনি সহিংসতার উদ্দেশ্যে পরিকল্পিত ভাবে নয়ার হাটে নৌকা কর্মী সমর্থকদের উপর এ হামলা চালিয়েছেন। এ ছাড়াও তার প্যানেলের তালা মার্কার ভাইস চেয়ারম্যান প্রাথী মাহমুদ রাহাদ জামসেদের নেতৃত্বে শতাধিক কর্মী সমর্থক ওই দিন রাত ৮টার দিকে পৌর শহরে অস্ত্রের মহড়া দিয়ে আতংকের সৃষ্টি করা হয়েছে। এসময় হাসপাতালের সামনে এই মহড়া থেকে উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান রুনিয়া বেগমকে নাজেহাল করা হয়। সাংবাদিক সম্মেলনে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন চশমা মার্কার ভাইস চেয়ারম্যান প্রার্থী মোশারেফ হোসেন খান, হাঁস মার্কার মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মরিয়ম বেগম মিসু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম ফারুক, আনিছুর রহমান, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক গোলাম কিবরিয়া পান্নু , মহিলা বিষয়ক সম্পাদিকা রুনিয়া বেগম প্রমূখ। অপর দিকে শনিবার সকাল ১০টার সময় ঘোড়া মার্কার প্রার্থীর পক্ষে কুন্ডপট্রিস্থ পৌর আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে নির্বাচনী সহিংসতার জন্য নৌকা মার্কার কর্মী সমর্থকদের দায়ি করা হয়েছে। সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য এসএম ইউসুফ অভিযোগ করেন, নয়ার হাটে প্রচারকালে নৌকার কর্মী সমর্থকরা ঘোড়া মার্কার প্রার্থী ইঞ্জিনিয়ার মজিবুর রহমানের উপর হামলার চেষ্টা করে। এসময় তাকে বাঁচাতে এসে তাদের কর্মী সিপন, সাহাবুদ্দিন, সোহাগ রাঢ়ীসহ ১০-১২ আহত হয়। এ ছাড়াও বিভিন্ন স্থানে ঘোড়া মার্কার প্রচারকালে তাদের কর্মী সমর্থকদের উপর হামলা চালানো হচ্ছে।
×